আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব চীনের একটি চিড়িয়াখানায় ধরা পড়েছে দুটি কুকুর। তাদের অবিকল পান্ডার মতো সাজানো হয়েছিল। কালো ও সাদা রং করে ‘মিনি পান্ডা’ হিসেবে খাঁচার ভিতর রাখা হয়েছিল কুকুর দুটিকে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুটি চাউ চাউ কুকুর পান্ডা সেজে জিয়াংসু প্রদেশের তাইঝৌ চিড়িয়াখানায় ছুটোছুটি করছিল। প্রথমে দর্শকরা বেশ মজা পেলেও পরে তাদের সন্দেহ হয়। পান্ডারাও এত ছুটোছুটি করে? তবে এরপরই হাটে হাঁড়ি ভেঙে যায়। ক্যামেরায় ভুয়া পান্ডা ধরা পড়ে গত ১ মে।
জানা গেছে, মে দিবসের ছুটির দিন রেকর্ড দর্শক টানতে এমন কৌশল নিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, চাউ চাউ কুকুরের চুল ছেঁটে, মুখে সাদা ও গায়ে কালো রং করে পান্ডা সাজানো হয়েছিল।
সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের প্রদর্শনীতে রাখা হয়, যেখানে দর্শনার্থীরা পান্ডা দেখতে ভিড় জমায়। তবে তাদের আচরণ দেখে অনেকেরই সন্দেহ হয়। বিশেষ করে মাথা ঝাঁকানো দেখে।
পরে দর্শনার্থীরা যখন বুঝতে পারেন যে তারা পান্ডার পরিবর্তে কুকুরের দিকে তাকিয়ে আছেন তখন ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি অনেকে মজা হিসেবে নিলেও কেউ কেউ মনে করছেন এটা পশুদের প্রতি নৃশংসতা। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, কোনো ক্ষতিকর রঙ তারা ব্যবহার করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।