সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে অবৈধভাবে আবাদী জমির মাটি ভেকু দিয়ে কেটে ড্রাম ট্রাকে করে চুরি করার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ডি-তারাইল এলাকার মোনাইল চক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শাকিল শেখ (২৪) ও মোঃ রকি ওরফে রাকিব(২৩)।
পুলিশ জানায়, আবাদী জমির মাটি কেটে চুরি করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার উপজেলার মোনাইল এলাকার খলিলুর রহমান আবাদী জমি থেকে মাটি চুরির দায়ে তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৮/১০ নামে শিবালয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শাকিল শেখ, মোঃ রকি ওরফে রাকিব ও মোঃ শাহীনসহ আরো ৮/১০ জন শিমুলিয়া ডি-তারাইল এলাকার মোনাইল চকে রাতের অন্ধকারে স্থানীয় শাহ্জাহান ওরফে সারেন এবং রাবেলের আবাদী জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে চুরি করে জিল্লু ও ফজলু মুন্সির আবাদী জমির উপর রাস্তা তৈরি করে আবাদী জমির ক্ষতি সাধন করে আসছে। বিবাদীরা প্রভাবশালী হওয়ায় জমির মালিক এবং এলাকার লোকজন আসামীদের ভয়ে কোন কথা বলতে পারেনা। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোনাইল চকে আবাদী জমিতে প্রবেশ করে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাকে করে মাটি চুরি করে নিয়ে যায় বিবাদীরা। এসময় খলিলুর রহমান অবৈধভাবে মাটি চুরির করার কাজে বাধা প্রদান দিলে বিবাদীরা তাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্র্রদর্শণ করে ও হুমকি প্রদান করে।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, আবাদী জমিতে মাটি চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।