আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় এক নারীর অন্তর্বাস চুরির দায়ে এক বাংলাদেশি যুবককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ দায়েরের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালাক্কা প্রদেশের আয়ার কেরোহ শহরের ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে এই সাজা দেন।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে ৫৭ বছর বয়সী ওই নারীর অন্তর্বাস চুরি করেন অভিযুক্ত ব্যক্তিটি। কারাদণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশি যুবকের নাম হোসাইন মোঃ ইকবাল (৩২)।
নিউ স্ট্রেইট টাইমস বলছে, অভিযোগের সত্যতা, অভিযুক্তের আপিল ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে ম্যাজিস্ট্রেট নুরুল আসিকিন রোজলী এই সাজা ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।