চোখের নিচের কালো দাগ পড়েছে, কী করবেন?

Eye

লাইফস্টাইল ডেস্ক : সৌন্দর্যের প্রায় অর্ধেক অংশই নির্ভর করে এই চোখের ওপর। কিন্তু চোখের নিচে কালো দাগের আনাগোনা আপনার সৌন্দর্যকে অনেকটাই মলিন করে দেয়।

Eye

বিশেষজ্ঞরা বলছেন, চোখের নিচের কালো ও ফোলাভাব মূলত মানসিক চাপ ও অবসাদের একটি অন্যতম লক্ষণ। চোখের নিচে কালো দাগ ও ফোলাভাবে সহজেই ক্লান্তি ধরা পড়ে। সেই সঙ্গে বয়সের তুলনামূলক বয়স্কও দেখায় অনেক।

চোখের ক্লান্তি দূর করার পাশাপাশি এর কালো দাগ আর ফোলাভাব দূর করতে আপনি বেছে নিতে পারেন ঝটপট ঘরোয়া কিছু উপায়। এগুলো হলো-

১। শসা: শসা ব্যবহারে চোখে আরামবোধ হয়। এটি কালো দাগ দূর করে ত্বককে দীপ্তিময় করে তোলে। শসা স্লাইস করে কেটে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। চোখের ওপর শসার স্লাইজ ১৫-২০ মিনিট রেখে পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।

২। লেবু: লেবু ভিটামিন সি’র উৎস। লেবুর রসে তুলার বল ভিজিয়ে চোখের ওপর ১৫ মিনিট মালিশ করুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও চোখের কালো দাগ দূর করে।

৩। শসা ও লেবুর রস: শসা ও লেবুর রস একই অনুপাতে মেশান। এবার তাতে তুলার বল ভিজিয়ে চোখের ওপর ১৫ মিনিট দিয়ে রাখুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৪। আলুর ব্যবহার: আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচ এজেন্ট। এটি চোখের কালো দাগ দূর করে, ফোলাভাব কমায় ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। দিনের শেষে আলুর রস তুলার সাহায্যে চোখের ওপর মালিশ করুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫। টমেটো: টমেটোকে প্রাকৃতিক ব্লিচ বলা হয়। এটি কালো দাগ হালকা করতে সাহায্য করে। টমেটোর রসের চোখের চারপাশে লাগান। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন চোখের ভেতর না যায়। এভাবে ১০ মিনিট রাখুন। এক সপ্তাহেই ভালো ফলাফল পাবেন।

৬। নারকেল তেল: চোখের চারপাশে নারকেল তেল ম্যাসাজের ফলে ত্বক কোমল ও বলিরেখা দূর হয়। রাতে ঘুমোনোর আগে চোখের চারপাশে নারকেল তেল ম্যাসাজ করতে পারেন। নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাবেন।

এই উপায়ে চোখের ডার্ক সার্কেল বা কালো দাগ দূর করে সহজেই চেহারার দ্যুতি ছড়ান কোনো মেকআপ ছাড়াই। আর সবার নজর কাড়ুন অনায়াসেই।