দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস, ১৫ অঞ্চলে হতে পারে ঝড়ও

rain

জুমবাংলা ডেস্ক : গত কয়েক দিনে সারা দেশে বৃষ্টিপাতের আওতা কম ছিল। তাপমাত্রাও ছিল তুলনামূলক বেশি। তবে আজ আবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।

rain

এরই মধ্যে দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে—আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আবহাওয়া সতর্কতায় বলা হয়েছে—সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আগামীকাল শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে সারা দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনার তথ্য জানানো হয়েছে। এ দিনেও তাপমাত্রা কম থাকতে পারে।

কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা: প্রধান বিচারপতি

তবে পরদিন শনিবারের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টির আওতা তুলনামূলক কমতে পারে। বলা হয়েছে—এ দিন রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।