আন্তর্জাতিক ডেস্ক : সাপের ভিডিয়ো দেখে আমরা রীতিমতো অবাক হয়ে যাই। কখনও তাঁদের ফণা তুলতে দেখে ভয়ে সিঁটিয়ে যান অনেকে। আবার কখনও সাপেদের সঙ্গে মানুষের নানা মজাদার কীর্তি দেখে হেসে গড়াগড়ি খান। সম্প্রতি সবুজ সাপের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যেখানে আতস কাচ দিয়ে সাপটিকে খুঁজে বের করতে হবে। এই ভিডিয়োতে আপনি খালি চোখে সেই সাপকে খুঁজে পান কি না দেখুন একবার।
সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ইশান শানাবাস নামের অ্যাকাউন্ট থেকে এই সাপের ভিডিয়ো পোস্ট করা হয়। সেই ভিডিয়োতে একটি ভাইন স্নেককে সবুজ গাছপালার মধ্যে মিশে থাকত দেখা যায়। এই ভাইন স্নেককেই বাংলায় বলা হয়ে থাকে লাউডগা সাপ। এদিকে ভিডিয়োর শুরুতেই ইশান জানাচ্ছেন, তিনি আত্মগোপন করে থাকা সবথেকে সুন্দর একটি সাপকে দেখাবেন। এরপরই ক্যামেরা জঙ্গলের দিকে ঘোরে। তবে এই দূরত্ব থেকে দর্শকের চোখে কিছুই ধরা পড়েনি। তিনি নিজেও বলেন এতদূর থেকে হয়তো সেই প্রাণীকে দেখা যাবে না। এই বলে ক্যামেরা জুম ইন করেন তিনি।
এরপরও খুব মন দিয়ে দেখলে বোঝা যাচ্ছে, গাছের ডালের সঙ্গে জড়িয়ে রয়েছে একেবারে সবুজ রঙের একটি সাপ। এইভাবেই নিজেদের সবুজ গাছ, পাতার মধ্যে লুকিয়ে রাখে লাউডগা সাপ। দূর থেকে তাই তাদের চিহ্নিত করা যায় না। এদিকে এই সবুজ সাপের ভিডিয়োই এখন ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
ইতিমধ্যেই ভিডিয়োটি ১৫ লক্ষ ভিউস কুড়িয়ে নিয়েছে। লাইক পড়েছে ৮০ হাজারের কাছাকাছি। এদিকে নানা মন্তব্যও উপচে পড়েছে এই পোস্টে। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “সাপ ভাই ইনকগনিটো মোডে রয়েছেন।” আবার একজন প্রশ্ন করেছেন এই সাপ কি বিষাক্ত? এক ব্যবহারকারী আবার লিখেছেন, “আমি ভেবেছিলাম এটা কোনও শুকনো পাতা। জুম করার পর দেখলাম এটা একটা সাপ।” অন্য একজনের মন্তব্য, “মানুষের ব্যক্তিগত পছন্দের সাপ থাকতে পারে বলেও আজ জানলাম।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।