বিনোদন ডেস্ক : এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেছেন, মেয়েদের ওপর সমাজের জাজমেন্ট সবচেয়ে বেশি। মেয়েদের মায়ের জাত ভাবা হয়, এমন হয়েছে যেন সে মানুষ না।
তিনি আরও বলেন, সমাজ ভাবে একটা মেয়ে মানেই বিরাট ব্যাপার। যেন তিনটে লিঙ্গ সমাজে, মানুষ-ছেলে এবং মেয়ে। তুমি মেয়ে বলে এটা ওটা করতে পারবে না, এটা তো আমরা দেখে এসেছি। মেয়েরা যদি মুখ ফুটে বাবা-মায়ের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারত তাহলে তাদের জীবনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসত না।
ফারিণ বলেন, সুশীল সমাজের চোখে একটা ভালো মেয়ে মানে, একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করবে তারপর সংসার করবে। চাকরি করলেও সমাজ মেনে নেয় যদি সেই চাকরি হয় শিক্ষকতা। এর বাইরে হলে সে ভালো মেয়ে না। এভাবেই মেয়েদের বড় করা হয়। সে কারণে মেয়েদের ওপর একটা চাপ থাকে।
এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, আমি যেটা শিখলাম, তাহলো জীবনে হাল ছাড়া যাবে না। অবশ্যই পরিশ্রম করে যেতে হবে। আরেকটা কথা না বললেই নয়, জীবনে মা-বাবার চেয়ে বড় কেউ নেই। তাদের কথা অমান্য করলে বিপদ হবেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।