জুমবাংলা ডেস্ক : জাতীয় ঐক্য নষ্ট করতে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয়কে বৃথা যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন ফখরুল।
প্রায় এক দশকের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, কারচুপির নির্বাচন এবং কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে সোচ্চার ছিলেন তিনি।
আমেরিকা থেকে ফেরার পর শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মুশফিকুল ফজল আনসারির সংবর্ধনার আয়োজন করা হয়। তাঁকে শুভেচ্ছা জানান বন্ধু, সহকর্মী, ভক্ত, অনুরাগীরা।
এ সময় মুশফিকুল ফজল আনসারি বলেন, ‘আপনারা যে দায়িত্বটুকু পেয়েছেন, এই দায়িত্বটুকু কিন্তু এ দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র-জনতার একটি আমানতধারী। প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে এটি খেয়াল রাখতে হবে, এই আমানতধারীর খেয়ানত যাতে না হয়। স্বৈরাচারের প্রেতাত্মারা, ফ্যাসিস্টের দোসররা কোনো ধরনের আবরণে যাতে আপনাদের সঙ্গে মিশে যেতে না পারে।’
মুশফিক ফজল আনাসারিকে বীর হিসেবে বর্ণনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বিজয় অর্জন করেছি ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থানের তার মধ্য দিয়ে। কিন্তু এ বিজয় তখনই সুসঙ্গত হবে যদি আমরা ধরে রাখতে পারি। আমাদের ঐক্য ধরে রাখতে হবে। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্য বিনষ্ট করার চক্রান্ত চলছে। সেটাকে আমাদের রুখে দিতে হবে।’
সংবর্ধনায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির নানা কৃতিত্ব তুলে ধরেন সাংবাদিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।