সাগরে আবারও লঘুচাপের আভাস

জুমবাংলা ডেস্ক : আগামী রবিবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপ হলে তা পরে আরো ঘনীভূত হতে পারে। তবে লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কি না, তা এখনই বলা সম্ভব না বলে জানান আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘লঘুচাপ হলে বোঝা যাবে এটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে কি না।

লঘুচাপ সৃষ্টি হলেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শুরুতেই এর প্রভাব পড়ার আশঙ্কা কম। লঘুচাপ সৃষ্টি হয়ে কিছু সময় পার হলে আমরা বুঝতে পারব এর প্রভাব কেমন হতে পারে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল শুক্রবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা।

আগামী রবিবার পর্যন্ত দেশে প্রায় একই রকম আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর ও নওগাঁর বদলগাছীতে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।