আইপিএলে রইল না বাংলাদেশের কোন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) গত আসরে দুই দলে বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার ছিলেন। আসন্ন আসরের ড্রাফটের আগে তিনজনকেই ছেড়ে দিলো তারা। কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে।

১৯শে ডিসেম্বর দুবাইয়ে আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে গতকাল ছিল খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সর্বশেষ দিন। এদিনে অন্তত ১২জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে কলকাতা। এর মধ্যে বিদেশি ছয়জন। সাকিব-লিটন ছাড়া বাকি চার বিদেশি ক্রিকেটার হলেন- লকি ফার্গুসন, টিম সাউদি, জনসন চার্লস ও ডেভিড উইসি।

২০২২ আইপিএলে দল পাননি সাকিব। এরপর ২০২৩ আইপিএলে কলকাতা দলে ভেড়ায় তাকে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পরে নিজেকে সরিয়ে নেন সাকিব। লিটন দাসের সেবারই প্রথমবারের মতো আইপিএলের মঞ্চে অভিষেক হয়।

তবে এক ম্যাচে সুযোগ পেয়ে ৪ রানের বেশি করতে পারেননি বাংলাদেশের এই ওপেনার। উইকেটের পিছনেও হাতছাড়া করেন এক জোড়া স্টাম্পিং।

এদিকে মোস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২০২২ সালে নিলামে দুই কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছিল তারা। পরের আসরেও তাকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু আগামী মৌসুমের আগে বাংলাদেশের এই পেসারকে ছেড়ে দিলো তারা।

আইপিএলের গত মৌসুমটা ভালো কাটেনি মোস্তাফিজের। দুই ম্যাচ খেলার সুযোগ পান। যেখানে মাত্র একটি উইকেটই নিতে পারেন তিনি।

তাতে যা হলো, নিলামে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনবে কি না, সেটা ভবিষ্যতের ব্যাপার, তবে আপাতত বাংলাদেশের কোনো খেলোয়াড় আইপিএলের কোনো দলে নেই।

গত মৌসুমে নিলাম থেকে আইপিএলের দুই দলে বাংলাদেশের এই তিন খেলোয়াড়ই সুযোগ পেয়েছিলেন। সাকিবকে ১ কোটি ৫০ লাখ রূপির ভিত্তিমূল্যে কিনেছিল কলকাতা, লিটনকে ৫০ লাখ রূপির ভিত্তিমূল্যে। মোস্তাফিজ তো গত দুই মৌসুমই খেলেছেন দিল্লিতে।

পরে অবশ্য সাকিব আইপিএলের আগে-পরে বাংলাদেশ দলের ব্যস্ততার কারণে কলকাতার হয়ে খেলেননি, তাঁর বদলে জেসন রয়কে টেনেছিল কলকাতা। তবে লিটন ও মোস্তাফিজ জাতীয় দলে ‘অ্যাসাইনমেন্টে’র আগে-পরে আইপিএলে খেলেছেন।

খেলেছেন বলতে, যা কিছু সুযোগ পেয়েছেন আর কী! মোস্তাফিজ দুই ম্যাচে সুযোগ পেয়ে উইকেট নিয়েছেন মাত্র ১টি, লিটন সুযোগই পেয়েছেন ১ ম্যাচে, করেছেন ৪ রান।