বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : দেশে ডাটা প্রাইভেসি এবং ডাটা সিকিউরিটি আইন নেই। ডাটা গভর্নেন্স খুবই গুরুত্বপূর্ণ। ডাটা পলিসিতে ডাটাকে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে এবং কতটুকু ডাটা ব্যবহার করবে তা সুনিশ্চিত সরকারকেই করতে হবে।
রোববার (৩০ জুলাই) ‘ডাটা প্রাইভেসি এবং প্রটেকশন-ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক নিরাপত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠানে বক্তারা এই সব কথা বলেন। রাজধানী রমনায় আইইবির কাউন্সিল হলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র কম্পিউটারকৌশল বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফআইসি ব্যাংকের সিআইএফটি কর্মকর্তা প্রকৌশলী মো. মুশফিকুর রহমান।
স্বাগত বক্তব্যে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডাটাকে সুরক্ষিত রাখতে কম্পিউটার প্রকৌশলীরা আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। ব্যক্তিগত ডাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জাতীয় সম্পদ। এই সম্পদ সুরক্ষায় সবাইকেই সচেতন ও সজাগ থাকতে হবে।
ব্যক্তি সামাজিকভাবে তথ্য শেয়ারে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, সব তথ্য সামাজিকভাবে শেয়ার করা ঠিক না। ডাটা প্রাইভেসিতে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। ডাটা প্রাইভেসি আইন উন্নত দেশগুলোতে প্রচলিত ও প্রয়োগ করা হচ্ছে। ডাটা প্রাইভেসি এবং সিকিউরিটি আইন থাকলে ডাটা ম্যানেজমেন্টে কার কি ভূমিকা, কার কি দায়িত্ব তা সুস্পষ্ট উল্লেখিত থাকতো।
কম্পিউটারকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন সম্পাদক প্রকৌশলী তানভীর মাহমুদুল হাসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু, প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এবং প্রকৌশলী খায়রুল বাশার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।