হচ্ছেনা ভারত-পাকিস্তান ম্যাচ, কারণ কী?

হচ্ছেনা ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩৩ বছর পর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। আজ ঘরের মাঠে আসন্ন একাধিক সিরিজের ব্যস্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের আগে পাকিস্তান- অস্ট্রেলিয়ার সিরিজও রয়েছে। এই বছরের একই সময় (নভেম্বরে) দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান অস্ট্রেলিয়ায় অবস্থান করবে।

হচ্ছেনা ভারত-পাকিস্তান ম্যাচ

অস্ট্রেলিয়ায় একই সময়ে ভারত-পাকিস্তান থাকায় আলোচনা উঠেছে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বিপাক্ষিক সিরিজ তাদের রাজনৈতিক সম্পর্কের বৈরিতার কারণে দেখা যায় না। এই বছর ক্রিকেট অস্ট্রেলিয়া ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করেছিল, তবে ব্যস্ত সূচির মাঝে কোনো ফাঁকা সময় না থাকায় তা সম্ভব হয়নি।

পাকিস্তান ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়ায়। এরপর ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেসন্স ম্যানেজার পিটার রোচ জানিয়েছেন, দলগুলোর মাঝে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কোনো সুযোগ ছিল না।

এখন ত্রিদেশীয় সিরিজ আয়োজন কেন সম্ভব হচ্ছে না সেই ব্যাখ্যাও দিয়েছেন রোচ। তিনি বলেন, ‘এফটিপিতে আমাদের ক্রিদেশীয় সিরিজ নেই। ভবিষ্যতে আমরা সবসময় এমন ম্যাচ আয়োজনে ব্যাপারে আগ্রহী যা আমাদের ভক্তদের আকৃষ্ট করবে। প্রকৃতপক্ষে বিশ্বের সব দেশই চায় তাদের দেশে ভারত-পাকিস্তান ম্যাচ হোক। আমরা সেই দেশগুলোর মধ্যে একটি যাদের এটি (ভারত-পাকিস্তান) আয়োজনের জন্য বলা হয়েছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেসন্স ম্যানেজার পিটার রোচ আরও বলেন, ‘বর্তমানে সিরিজ আয়োজনের জন্য আমাদের সূচি ফাঁকা নেই। তবে আমরা তাঁদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবো যখনই যেকোনো ধরনের সুযোগ আসবে। কিন্তু সুনির্দিষ্টভাবে বলছি এই সূচিতে কোন ধরনের পরিবর্তন আসবে না।’

এদিকে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ পার্থে শুরু হবে ২২ নভেম্বর। পঞ্চম ও শেষ টেস্টটি হবে ৩ জানুয়ারি।