আন্তর্জাতিক ডেস্ক : সংসদে রাহুল গান্ধীর কথিত ‘ফ্লাইং কিস’ নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। এবার সেই বিতর্কে যোগ দিয়েছেন বিহারের কংগ্রেস বিধায়ক নীতু সিং। তিনি বলেছেন, ‘আমাদের রাহুল গান্ধীর জন্য তরুণীদের অভাব নেই। কেন তিনি বুড়িকে ফ্লাইং কিস দিবেন?’
শুক্রবার ১১ আগস্ট এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত ৯ অগস্ট থেকে মূলত রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে সমালোচনা চলছে।
বিহারের এই কংগ্রেস বিধায়ক বলেন, ‘রাহুল গান্ধীকে যদি ফ্লাইং কিস দিতে হতো, তাহলে তিনি একজন কমবয়সী তরুণীকে দিতেন। কেন তিনি ৫০ বছরেরও অধিক একজন নারীকে ফ্লাইং কিস দেবেন?’
এ সময় তিনি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ৯ অগস্ট রাহুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, অধিবেশন কক্ষে দাঁড়িয়ে তিনি বিজেপি সাংসদদের দিকে ফ্লাইং কিসের অঙ্গভঙ্গি করেন। যা নিয়ে ব্যাপক সমালোচনা এবং তীব্র প্রতিক্রিয়া দেখান স্মৃতি ইরানি।
স্মৃতি বলেন, ‘যে ব্যক্তি আমার আগে বক্তব্য রেখেছিলেন, তিনি খুবই খারাপ ব্যবহার করে সংসদ ছেড়েছেন। নারী সংসদ সদস্যদের উদ্দেশে তিনি একটি ফ্লাইং কিসের ইঙ্গিত করেন। শুধুমাত্র একজন অসামাজিক পুরুষই এই কাজ করতে পারেন। এটি প্রমান করে যে তিনি কোন সংস্কৃতি থেকে এসেছেন এবং তার পরিবার ও দল নারীদের সম্পর্কে কী অনুভব করে। এর আগে কখনও এই ধরনের আচরণ দেখা যায়নি দেশের সংসদে।’
অন্যদিকে রাহুলের ফ্লাইং কিসের ভিডিও প্রকাশ করেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি অভিযোগ করেন, ‘সংসদে নোংরামি করছেন রাহুল গান্ধী। লজ্জাজনক।’
বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ বলেন, ‘উনি ফ্লাইং কিস দিলেন। রাহুল গান্ধীর কী হয়েছে? সংসদে এতজন নারী সাংসদ আছেন। তার কোনও নৈতিকতা নেই। এটা অত্যন্ত বেদনাদায়ক।’
ঘটনা প্রসঙ্গে কংগ্রেসের বক্তব্য, রাহুল গান্ধী ট্রেজারি বেঞ্চের দিকে ফ্লাইং কিস ছুঁড়েছেন। কারণ তাদেরকে তিনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলে সম্বোধন করেছিলেন। তিনি নির্দিষ্ট কোনও সাংসদের দিকে তাকিয়ে কোনও অঙ্গভঙ্গি করেননি। তিনি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দিকে তাকিয়ে কিছুই করেননি।
এছাড়াও রাহুল গান্ধীর ‘ফ্লাইং কিস’ নিয়ে হইচইয়ের মধ্যে ভাইরাল হয় বিজেপি সাংসদ হেমা মালিনীর বক্তব্য। একটি সংবাদমাধ্যমে তিনি দাবি করেন, রাহুলকে ‘ফ্লাইং কিস’ ছুঁড়তে দেখেননি হেমা। যা নিয়ে পালটা আক্রমণ জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, হেমা কিছু দেখেননি। অথচ স্পিকারের কাছে অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।