কম দামে ভালো ফোন পেতে চাইলে বেছে নিন Samsung-এর এই ৩ মডেল

Galaxy A14 4G, Galaxy A54

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সাম্প্রতিক সময়ে Samsung-এর বাজেট ও মিড রেঞ্জের ফোনগুলি বেশ চর্চায় রয়েছে। কেননা ভারতের বাজারের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও এই ব্র্যান্ডের কয়েকটি ফোন দেদার বিক্রি হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি কম দামে ভালো ফিচারওয়ালা একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, কিন্তু কোন মডেলটি কিনবেন তা নিশ্চিত না হন, তাহলে আপনি Samsung-এর এই সর্বাধিক বিক্রিত মানে বেস্ট সেলার ফোনগুলি (Samsung best selling Smartphone) বেছে নিতে পারেন।

Galaxy A14 4G, Galaxy A54

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি ক্যানালিস গত বছর মানে ২০২৩ সালে দুবাইতে সর্বাধিক বিক্রিত ইলেকট্রনিক্সের তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে Samsung-এর তিনটি ফোন Galaxy A14 4G, Galaxy A54 5G এবং Galaxy A14 5G সেরা দশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আর এই ত্রয়ীকেই আমরা বিকল্প হিসেবে বেছে নেওয়ার কথা বলছি। চলুন, এখন এক নজরে দেখে নিই Samsung Galaxy A14 4G, Galaxy A54 5G এবং Galaxy A14 5G-এর দাম ও স্পেসিফিকেশন।

Samsung Galaxy A14 4G-এর দাম

বর্তমানে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোনের ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়। এক্ষেত্রে ভ্যালেন্টাইনস ডে সেলের অফারে এর দাম সর্বনিম্ন ১১,৬৪৯ টাকায় নেমে আসবে।

Samsung Galaxy A14 5G-এর দাম

অফিসিয়াল সাইটে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনটির ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৪,৪৯৯ টাকায়, ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৫,৪৯৯ টাকায়, ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৬,৯৯৯ টাকায় এবং ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। তবে ভ্যালেন্টাইন ডে অফার কাজে লাগিয়ে এগুলি আরও সস্তায় – যেমন ৮ জিবি মডেলটি ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে।

Samsung Galaxy A54 5G-এর দাম

একইভাবে অফিসিয়াল সাইটে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনটি ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩৫,৪৯৯ টাকায় এবং ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩৭,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অথচ লঞ্চের সময় এগুলির দাম ছিল যথাক্রমে ৩৮,৯৯৯ টাকা এবং ৪০,৯৯৯ টাকা।

Samsung Galaxy A14-এর স্পেসিফিকেশন

এই স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ৪জি ও ৫জি ভ্যারিয়েন্টের তফাত মূলত প্রসেসরে ও ক্যামেরায়। এক্ষেত্রে ৪জি মডেলে এক্সিনস ৮৫০ চিপসেট দেখা যাবে, যেখানে ৫জি ভ্যারিয়েন্টে থাকবে এক্সিনস ১৩৩০ প্রসেসর। আবার রিয়ার ক্যামেরা সেটআপের ক্ষেত্রে ৪জি ফোনটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স বহন করলেও, এর সাকসেসর মডেলটিতে থাকবে ২ মেগাপিক্সেল লেন্স।

উল্লেখ্য, দুবাইয়ে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোনটির ২.১ কোটি ইউনিট বিক্রি হয়েছে, যে কারণে এটি সেখানকার ৬ষ্ঠ বেস্ট সেলিং ফোন। এদিকে গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনটি ২০ কোটি ইউনিটের শিপিংয়ের সাথে ৮ম অবস্থানে রয়েছে।

নতুন স্মার্টফোন আনলো শাওমি, থাকছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা

Samsung Galaxy A54 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ১৩৮০ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন।

এই ফোনটি ১.৯ কোটি ইউনিট শিপমেন্টসহ বেস্ট সেলার তালিকায় ৯ম অবস্থানে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।