আশরাফুল ইসলাম : দূর্গা পূজা উদযাপনে কোনো ধরনের কোনো হুমকির তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক। মন্দিরগুলোর ব্যবস্থাপনাসহ সার্বিক পরিস্থিতি খুবই ভালো মনে হচ্ছে।সার্বিকভাবে সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, সবখানে দেখছি, নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।
বুধবার দুপুরের দিকে ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় মাধব মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ।
তিনি আরো বলেন,সমাজে শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির ভূমিকা অপরিসীম। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে টপ মোস্ট প্রায়োরিটি দিচ্ছে। কোথায় কি ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে সরকার আমাদের দায়িত্ব দিয়েছে। বদলি করা হয়েছে। কনস্টেবলের বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগের মতো মনোবল ফিরিয়ে আনতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরাও কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বৈদ্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ধামরাই পুজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার চক্রবর্তী প্রমুখ।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.