একটাও ATM মেশিন নেই যে দেশে

আন্তর্জাতিক ডেস্ক : এখনকার সময়ে এটিএম মেশিন ছাড়া চলে নাকি! তবে জানেন কি, বিশ্বের এই একটি দেশে এটিএম মেশিন নেই।

ইরিত্রিয়ার অর্থনীতি নগদ লেনদেনের উপর দাঁড়িয়ে আছে। অনেকে বলেন, সেই দেশের সরকার ট্রেডিং পছন্দ করে না। এটিএম চালু হলে জনগণের মধ্যে ট্রেডিংয়ের অভ্যেস তৈরি হতে পারে। তাই সেখানে এটিএম মেসিন চালু করা হয় না।

ইরিত্রিয়ায় লেনদেন হয় নাকফা-য়। সেই দেশে কেউ ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে না।

সোনা, তামার খনি থেকে বহু মানুষের রোজগার সেখানে। এছাড়া গ্রানাইট, মার্বেলের উৎপাদন থেকেও দেশের অর্থনীতি লাভবান হয়।

পূর্ব আফ্রিকার একটি দেশ, সেখানে এটিএম মেশিন নেই। পর্যটকরা গেলে দু-একটা হোটেল ছাড়া কোথাও ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন না।

দেশটার নাম ইরিত্রিয়া। সেখানে এটিএম মেশিন নেই। লোকজনের টাকার উপর সরকারের নজরও থাকে।

অনেকে বলেন, সেই দেশের সরকার চায় জনগণের মধ্যে যেন সঞ্চয়ের প্রবণতা বাড়ে। এটিএম মেশিন থাকলে লোকজন যখন খুশি টাকা তুলবে। ফলে সঞ্চয়ের অভ্যেস নষ্ট হবে।