স্পোর্টস ডেস্ক : এবারের ব্যালন ডি’অরের বড় দাবিদার লিওনেল মেসি। গত মৌসুমের ট্রেবল জয়ী কোচ পেপ গার্দিওলা এমনটাই দাবি করেছেন। তার মতে, মেসির জন্য আলাদা একটা ডি’অর বরাদ্দ থাকা উচিত।
আগামী ৩০ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হবে। মেসির সঙ্গে পুরস্কার জয়ের লড়াইয়ে আছেন গার্দিওলার বর্তমান শিষ্য আর্লিং হ্যালন্ড। যিনি গত মৌসুমে ট্রেবল জিতেছেন। পঞ্চাশের ওপরে গোল করেছেন।
কিন্তু মেসি বিশ্বকাপ জেতায় ব্যালন ডি’অর মেসির ঘরে উঠবে বলে ইঙ্গিত করেছেন গার্দিওলা, ‘আমি সব সময় বলি ব্যালন ডি’অরের দুটি আলাদা ক্যাটাগরি থাকা উচিত। একটি মেসির জন্য, একটি অন্যদের জন্য।’
হ্যালন্ডের ব্যালন ডি’অর জেতা নিয়ে পেপ বলেছেন, ‘হ্যালন্ডের ব্যালন ডি’অর জেতা উচিত। হ্যা এবং হ্যা। আমরা গত মৌসুমে ট্রেবল জিতেছি। হ্যালন্ড মিলিয়ন (আক্ষরিক অর্থে) গোল করেছে। কিন্তু মেসি… সে আবার বিশ্বকাপ জিতেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।