জুমবাংলা ডেস্ক : সামনে উপজেলা পরিষদ নির্বাচন। এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর থাকবে। কেউ কিছু করতে পারবে না।
তিনি আরো বলেছেন, এদেশে আর কোনদিনও ভোট ডাকাতি, ভোট চুরির মতো পূর্বের জিনিসের পুনরাবৃত্তি হবে না। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে চাই। কে কার প্রার্থী সেটা দেখার বিষয় নয়।
শুক্রবার (২৬ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে আচারনবিধি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহসান হাবিব বলেন, জেনারেল আর সৈনিক আমাদের কাছে সমান। মন্ত্রী, এমপির স্বজন নির্বাচনে বিবেচিত নয়। উপজেলা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সঙ্গে পুলিশ, র্যাব, আনসার সবাই আছে। কোনো কেন্দ্রে ঝামেলা হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হবে।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। এছাড়া আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া বরিশাল সদর ও বাকেরগঞ্জের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রাথীরাও ওই সভায় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।