বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গাড়ি কেনার জন্য প্রথম মাইলেজ বিবেচনা করা হয়। কিন্তু সেফটিও দেখা উচিত। কিছু ভালো সেফটি ফিচার্স এবং অন্যান্য স্পেসিফিকেশনের কারণেও গাড়ির বিক্রি বাড়ে। আজকের প্রতিবেদনে তিনটি গাড়ির কথা জানানো হবে যেগুলোর সেফটি ফিচারে পিছিয়ে থাকলেও বিক্রিতে শীর্ষে।
সাধারণত গাড়ি কেনার সময় যে সমস্ত বিষয়গুলো দেখে থাকে মানুষ। তার মধ্যে একটা সেফটি ফিচার্স। বর্তমান প্রজন্মের কাছে গাড়ির সেফটি ফিচার্স ততটাই গুরুত্বপূর্ণ, যতটা গাড়ির পারফরম্যান্স। কিন্তু বাজারে এমন কিছু গাড়ি রয়েছে যা ক্র্যাশ টেস্টে ভালো সেফটি রেটিং না পেলেও, বিক্রি হচ্ছে রমরমিয়ে।
গাড়ি বাজারে কার্যত দাপট দেখাচ্ছে এই তিনটি গাড়ি। বৈচিত্র্যপূর্ণ গাড়ির বাজারে বিক্রির বিচারে শীর্ষস্থানে যে সব চার চাকা রয়েছে, সেগুলো হল- মারুতি সুজুকি সুইফট, মারুতি সুজুকি অল্টো কে১০ এবং মারুতি সুজুকি ওয়াগন আর।
মারুতি সুজুকি সুইফট
চলতি অর্থবছরের এপ্রিল-অক্টোবর সময়কালে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি মারুতি সুজুকি সুইফট। বিক্রি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৯০৪ ইউনিট। তবে সেফটি রেটিংয়ের প্রসঙ্গ উঠলে পারফরম্যান্স খুবই দুর্বল। গ্লোবাল এনক্যাপের তথ্য অনুযায়ী, অ্যাডাল্ট এবং চাইল্ড সেফটি রেটিংয়ে গাড়ির সেফটি রেটিং ১ স্টার।
মারুতি সুজুকি অল্টো কে১০
চলতি অর্থবছরে এখনও পর্যন্ত ৬৭ হাজার ৯৩১টি অল্টো বিক্রি করে ফেলেছে মারুতি সুজুকি। ভারতীয় বাজারে সবথেকে কম দামী হল এই চার চাকা। যে কারণে বহু মধ্যবিত্ত গ্রাহকদের পছন্দ এই গাড়ি। কিন্তু সেফটি রেটিংয়ে ভালো ফলাফল করতে ব্যর্থ অল্টো কে১০। অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে ২ স্টার এবং চাইল্ড সেফটি রেটিংয়ে ০ স্টার পেয়েছে এই গাড়ি।
মূলত, মাইলেজ এবং কম দামের কারণেই এই গাড়িটি এত বেশি জনপ্রিয়।
মারুতি সুজুকি ওয়াগন আর
বিক্রির নিরিখে বাজারসেরা, কিন্তু সেফটিতে ডাহা ফেল, চলতি অর্থবছরে ১ লাখ ২১ হাজার ৪৯৬টি ওয়াগন আর বিক্রি করে ফেলেছে মারুতি সুজুকি। গ্লোবাল এনক্যাপের তথ্য অনুসারে, গাড়ির অ্যাডাল্ট সেফটি রেটিং ১ স্টার এবং চাইল্ড সেফটি রেটিং ০ স্টার। গাড়ির মাইলেজ ২৪.৫ কিমি প্রতি লিটার থেকে ৩৪.৫ কিমি প্রতি কেজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।