লাইফস্টাইল ডেস্ক : প্রেমের ফাঁদ পাতা ভুবন জুড়ে! প্রতি নিয়ত সেই মোহে ছুটে চলেছেন অসংখ্য মানুষ। সেই বিশেষ ব্যক্তিকে খোঁজার প্রয়াশে অনেকে সারাজীবন কাটিয়ে দেন। কিছু ভাগ্যবান পেয়ে যান তাদের জীবন সাথী।
তবে কিছু রাশির জাতক রয়েছেন যারা কখনওই এক সঙ্গী বা সঙ্গিনীতে সন্তুষ্ট হন না। বেশি দিন এক জনের সঙ্গ এদের পছন্দ না। তাই সম্পর্কে জড়িয়েও পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া পছন্দ করেন এরা। দেখে নিন এই ৪ রাশির মানুষরা এক নারী বা পুরুষে সন্তুষ্ট হন না।
ধনু রাশি: এই রাশির জাতকরা খুব দ্রুত একটি সম্পর্কে বোর হয়ে যান। সব সময় মিলন হোক বা আলাপ-আলোচনা, এরা সব সময় কিছু রোমাঞ্চের খোঁজে থাকেন। এক সম্পর্কে বোর হলেই দ্বিতীয় অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। তাই যদি দীর্ঘ দিন এই রাশির জাতকদের মনোযোগ ধরে রাখতে চান তবে সব সময় অ্যাডভেঞ্চারাস হোন।
কুম্ভ রাশি: এক্সট্রোভার্ট স্বভাব এবং সব সময় তাদের মনের কথা স্পষ্ট করে বলার জন্য অসংখ্য মানুষের মাঝেও কুম্ভ রাশির জাতকদের খুঁজে বার করা মুশকিল হয় না। এরা তথাকথিত এক জীবন এক প্রেম তত্ত্বে বিশ্বাসী নন।
সময়ের সঙ্গে বয়ে চলতে ভালোবাসেন। প্রথাগত নিয়মে এদের বাঁধা যায় না। তাই ব’হুগা’মীতা এদের স্বভাগগত। সম্পর্কে থাকাকালীনও এরা অন্য কারও সঙ্গে মন এবং শরীর অনায়াসে শেয়ার করতে পারেন।
মিথুন রাশি: এরা এক বিষয়ে কখনও দীর্ঘস্থায়ী হন না। এমনকী এদের হবি, ইচ্ছে, পোশাক এবং সঙ্গী পর্যন্ত সব কিছুই এই তালিকায় পড়ে। আজ বই পড়তে ভালো লাগছে তো কাল স্টাম্প কালেক্ট করতে। নতুন কিছউ দেখার বা করার না থাকলে এরা এক জায়গায় দীর্ঘ ক্ষণ থাকতে পছন্দ করেন না।
এ কারণেই এরা ওপেন রিলেশনশিপ পছন্দ করেন। একই সঙ্গে রোমাঞ্চকর এবং প্রথাভাঙা কোনও কিছু হ্যান্ডেল করতে এরা ভীষণ পারদর্শী। একই সঙ্গে ব’হুগা’মীতা এদের খুব পছন্দ। এই রাশির মানুষরা এক নারী বা পুরুষে সন্তুষ্ট হন না।
মেষ রাশি: এরা প্রেমে ভীষণ বিশ্বাস করেন। যত বেশি সংখ্যক সঙ্গীর কাছ থেকে প্রেম আসুক তাতে এদের কোনও আপত্তি থাকে না। এরা খুব সহজে প্রেমে পড়েন। এক সঙ্গে বহু জনের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী। অ্যাড্রিনালিন রাশ এদের অন্যতম পছন্দের হবি। কোনও কিছু এক্সাইটিং ট্রাই করতে কখনও পিছিয়ে যান না। বহুগামীতা এদের স্বভাবের অন্যতম বৈশিষ্ট।
বিঃদ্রঃ ভারতের প্রথম সারির নিউজ মিডিয়া ইন্ডিয়া টুডে গ্রুপের aajtak সংবাদে প্রকাশিত প্রতিবেদনের অনুবাদ করা হয়েছে। এটি সার্বিক জ্যোতিষ গণনা। ব্যক্তি বিশেষে এই ফল ভিন্ন হতে পারে। এই প্রতিবেদনে কারও ব্যক্তিগত ও দাম্পত্য জীবন প্রভাবিত হলে জুমবাংলা দায়ী নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।