বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতের বাজারে বাইকের রমরমা রয়েছে বহুদিন ধরেই। একাধিক ফিচার্স নিয়ে একাধিক বাইক হাজির করে দুই চাকা তৈরির সংস্থাগুলি। এক একটি বাইকে থাকে চোখ ধাঁধানো ফিচার্স। তবে আজকের প্রতিবেদনে রইল এমন কিছু বাইকের বিস্তারিত বিবরণ যেগুলি ২ লক্ষ টাকার মধ্যে।
Yamaha FZ25: তালিকার প্রথম বাইকটি হল Yamaha FZ25। এটিতে রয়েছে ২৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এয়ার কুল্ড। এটির ইঞ্জিন ২০.৮ বিএইচপি পাওয়ার ও ২০.১ এনএম টর্ক উৎপন্ন করে। এটিতে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও এলইডি হেডলাইট। বাইকটির দাম ২ লক্ষ টাকার কম।
Bajaj Dominar 400: তালিকার দ্বিতীয় বাইকটি হল Bajaj Dominar 400। এটির দাম ২ লক্ষ টাকার কাছাকাছি। এটিতে রায় ৩৭৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এয়ার কুল্ড যা ৩৯.৪ বিএইচপি পাওয়ার ও ৩৫ এনএম টর্ক উৎপন্ন করে। বাইকে রয়েছে এলইডি লাইট, ডুয়াল চ্যানেল এবিএস, ডিজিটাল কন্সোল সহ ইত্যাদি জিনিস। লম্বা হাইওয়ে সফরের জন্য এই বাইকটি একেবারে উপযোগী।
Suzuki Gixxer SF 250: এই বাইকটিতে রয়েছে স্পোর্টি লুক। যারা এমন বাইক চান তারা এটি পছন্দ করতে পারেন। এটিতে রয়েছে ২৪৯ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি ২৬.৫ বিএইচপি পাওয়ার ও ২২.২ এনএম টর্ক উৎপন্ন করে। এটির অ্যারোডাইনামিক ফেয়ারিং এবং ক্লিপ-অন হ্যান্ডেলবার বাইকটিকে একটি স্পোর্টি বাইকের লুক দেয়। এতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস, সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
KTM 200 Duke: তরুণ প্রজন্মের মধ্যে এই বাইকটি বেশ জনপ্রিয়। এটির দাম ২ লক্ষ টাকার নীচে৷ এটিতে রয়েছে ১৯৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ২৪.৬ বিএইচপি পাওয়ার ও ১৯.২ এনএম টর্ক উৎপন্ন করে। এটির দুর্দান্ত পারফর্মেন্স ও ডিজাইন যা ক্রেতার চোখ ঝলসে দিতে বাধ্য।
Royal Enfield Himalayan: যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন তবে এই বাইকটি আপনার জন্য। এটির দাম ২ লক্ষ টাকার আশেপাশে। এটিতে রয়েছে ৪১১ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন যা ২৪.৩ বিএইচপি পাওয়ার ও ৩২ এনএম টর্ক উৎপন্ন করে। এটি লম্বা সফরের জন্য একটি দুর্দান্ত বাইক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।