কম দামের এই ৫ মোটরসাইকেলের মাইলেজ বেশি

radeon

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনেকে সাশ্রয়ী দামে অধিক মাইলেজ সম্পন্ন মোটরসাইকেল খুঁজছেন। তাদের কেনা উচিত ১০০ থেকে ১২৫ সিসির বাইক। এসব বাইকের দাম যেমন কম তেমনি পাওয়া যায় দুর্দান্ত মাইলেজ। এমনই পাঁচটি মোটরবাইক সম্পর্কে জানুন।

টিভিএস স্পোর্ট

ভারত ও বাংলাদেশে বিক্রি হওয়া সর্বোচ্চ মাইলেজ প্রদানকারী বাইকগুলোর মধ্যে অন্যতম হল টিভিএস স্পোর্ট। ভারতে এর মূল্য শুরু হচ্ছে ৫৯ হাজার ৮৮১ রুপি থেকে। এই বাইকে রয়েছে ১০৯.৭ সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন। যা ৮.০৮ এইচপি এবং ৮.৭ এনএম পিক টর্কের সুবিধা প্রদান করে।

এর ফ্রন্ট এবং ব্যাকে রয়েছে ড্রাম ব্রেক। রিয়ারে থাকে একটি অ্যাডজাস্টেবল শক এবং ফ্রন্টে থাকে টেলিস্কোপিক ফর্কস। এই কমিউটার মোটরসাইকেলে থাকে একটি ফোর-স্পিড গিয়ারবক্স। আর এর এআরএআই-সার্টিফায়েড মাইলেজ লিটার প্রতি ৮০ কিলোমিটার।

বাজাজ সিটি ১১০ এক্স

এই তালিকায় থাকা দ্বিতীয় মোটরসাইকেলটি হল বাজাজ সিটি ১১০ এক্স। এই বাজেট বাইকের মূল্য ভারতে ৭০ হাজার ১৭৬ রুপি। এই বাইকে রয়েছে ১১৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা ৮.৪৮ এইচপি এবং ৯.৮১ এনএম পিক টর্কের সুবিধা প্রদান করে। এর ইঞ্জিনে থাকে ফোর-স্পিড গিয়ারবক্স।

এর রিয়ারে থাকে একটি স্প্রিং-ইন-স্প্রিং সেট-আপ এবং ফ্রন্টে থাকে টেলিস্কোপিক ফর্কস। এই বাইকের দুই এন্ডেই থাকে ড্রাম ব্রেক। কিন্তু তা পাওয়া যায় কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের সঙ্গে। দাবি করা হয় যে, সিটি ১১০ এক্স বাইকের এআরএআই-সার্টিফায়েড মাইলেজ লিটার প্রতি ৭০ কিলোমিটার।

হিরো এইচএফ ডিলাক্স

হিরোর এই কমিউটার বাইকের দাম ভারতে ৫৯ হাজার ৯৯৮ রুপি। টপ-স্পেসিফিকেশন ভ্যারিয়েন্টে অবশ্য রয়েছে সেলফ-স্টার্ট অপশন। ফলে এর দাম দাঁড়াবে ৬৯ হাজার ১৮ রুপি। এ বাইকে রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা ৭.৯১ এইচপি এবং ৮.০৫ এনএম পিক টর্কের সুবিধা প্রদান করে।

এই ইঞ্জিনের সঙ্গে রয়েছে ফোর-স্পিড গিয়ারবক্স। এর রিয়ারে থাকে একটি অ্যাডজাস্টেবল হাইড্রোলিক স্যুইনগার্ম শকস এবং ফ্রন্টে থাকে টেলিস্কোপিক ফর্কস। উভয় এন্ডে থাকা ড্রাম ব্রেক থেকে স্টপিং পাওয়ার আসে। দাবি করা হয় যে, হিরো এইচএফ ডিলাক্সের এআরএআই-সার্টিফায়েড মাইলেজ লিটার প্রতি ৭০ কিলোমিটার।

টিভিএস রেডিয়ন

ভারত ও বাংলাদেশের আরেকটি জনপ্রিয় বাইক টিভিএস রেডিয়ন। যার বেস ভ্যারিয়েন্টের মূল্য ৫৯ হাজার ৮৮০ রুপি। এতে রয়েছে ১০৯.৭ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা ৮.০৮ এইচপি এবং ৮.৭ এনএম পিক টর্কের সুবিধা প্রদান করে।

এই ইঞ্জিনের সঙ্গে রয়েছে ফোর-স্পিড গিয়ারবক্স। এতে থাকে ফ্রন্টে থাকে অয়েল-ড্যাম্পড টেলিস্কোপিক শকস এবং আর রিয়ারে থাকে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শকস। ফ্রন্ট আর ব্যাকে থাকে ড্রাম ব্রেকস। TVS Radeon মাইলেজ প্রদান করে লিটার প্রতি ৬৮.৮ কিলোমিটার।

হোন্ডা এসপি ১২৫

এই বাইকের দাম শুরু ৮৭ হাজার ৪৬৮ রুপি থেকে। এতে রয়েছে ১২৪ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা ১০.৭২ এইচপি এবং ১০.৯ এনএম পিক টর্কের সুবিধা প্রদান করে।

এতে থাকে ফাইভ-স্পিড গিয়ারবক্স। বাইকটির ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক ফর্কস এবং রিয়ারে থাকে হাইড্রোলিক শকস। এই বাইকের দুই দিকে থাকা ড্রাম ব্রেক থেকে আসে স্টপিং পাওয়ার। বাইকটির মাইলেজ লিটারে ৬৮.৮ কিলোমিটার।