জামাই হিসেবে সেরা এই ৫ রাশির জাতকরাই, জেনে নিন

ষষ্ঠী তিথি

লাইফস্টাইল ডেস্ক : ১২ জুন ২০২৪ বুধবার পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। এই দিনটি জামাই ষষ্ঠী হিসেবে পালিত হয়। অরণ্য ষষ্ঠী হিসেবেও এই দিনটি পালিত হয়। মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করে মা ষষ্ঠীর কাছে আজ পুজো দেন বাড়ির মহিলারা। আনন্দ উত্‍সবে বাড়ির সবাই যোগ দিলেও আজকের দিনটি জামাইদের জন্য বিশেষ। জামাইকে ছেলের চোখে দেখে তাঁর মঙ্গল কামনা করেন শাশুড়িরা। এর পাশাপাশি জামাই ষষ্ঠীর প্রথা শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ককে সুমধুর করে তোলার উদ্দেশ্যে পালিত হয়। কারণ সব সময় জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো হয় না। আজ জামাই ষষ্ঠীর বিশেষ দিনে আমরা জেনে নেব কোন কোন রাশির জামই হিসেবে সবার সেরা।

ষষ্ঠী তিথি

​মকর রাশি​
মকর রাশির জাতকরা যেমন পরিশ্রমী, তেমনই ভরসাযোগ্য। জামাই হিসেবে এঁরা সব সময় দুই বাড়ির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। এঁরা অত্যন্ত দায়িত্বশীল। বাবা মায়ের পাশাপাশি শ্বশুর শাশুড়ির খেয়াল রাখাও যে তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে, তা এঁরা বিশ্বাস করেন। মকর রাশির জাতকদের কোনও কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ভরসা করা যায়। এঁরা সংসার সুখ শান্তির পরিবেশ বজায় রাখেন।

​কর্কট রাশি​
কর্কট রাশির জাতকরা পারিবারিক সম্পর্কগুলি মজবুত সুতোয় বেঁধে রাখায় বিশ্বাস করেন। শ্বশুরবাড়ির সঙ্গেও এঁরা সব সময় সুসম্পর্ক বজায় রাখেন। বুদ্ধিমান, মননশীল ও আবেগপ্রবণ কর্কট রাশির জাতকরা জামাই হিসেবে শ্বশুরবাড়ির দিকে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এঁরা সংসারে হাসি মজা হুল্লোড় করে কাটান। সেই কারণে শ্বশুরবাড়িতেও সবাই এঁদের ভালোবাসেন।

তুলা রাশি
সব দিক ব্যালান্স করে চলতে দারুণ ভালো পারেন তুলা রাশির জাতকরা। এঁরা পরিবারে শান্তি বজায় রাখেন এবং কোথাও কোনও সমস্যা দেখা দিলে দ্রুত তার সমাধান সূত্র খুঁজে বের করেন। জামাই হিসেবেও তুলা রাশির জাতকরা সব সময় ভালো সম্পর্ক বজায় রেখে চলেন। হাসিখুশি প্রকৃতির তুলার জাতকদের সবাই খুব পছন্দ করেন। তাই সেরা জামাইয়ের তালিকায় সহজেই ঢুকে পড়েন এঁরা।

​বৃষ রাশি​
পরিশ্রম ক্ষমতা, ধৈর্য্য ও সহনশীলতার জন্য পরিচিত বৃষ রাশির জাতকরা। শ্বশুরবাড়িতে এসে কোনও অসুবিধে হলেও এঁরা তা মানিয়ে নেন। পারিবারিক সম্পর্কের বন্ধনগুলি এঁরা ধরে রাখার চেষ্টা করেন। জামাই হিসেবে নিজের সব দায় দায়িত্ব সঠিক ভাবে পালন করেন বৃষ রাশির জাতকরা। এঁরা বাস্তববাদী এবং শান্ত সংযত ভাবে পারিবারিক সমস্যা দূর করেন।

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

​মীন রাশি​
আনন্দ হুল্লোড় করে কাটাতে ভালোবাসেন মীন রাশির জাতকরা। এঁরা কল্পনার জগতে থাকতে ভালোবাসেন এবং বাস্তব জীবনের সমস্যা খুব একটা গায়ে মাখেন না এঁরা। সেই কারণে জামাই হিসেবে মীন রাশির জাতকরা পারিবারিক কলহের উপরে উঠে শ্বশুরবাড়ির সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রাখেন। এঁরা সংসারে আনন্দের পরিবেশ তৈরি করেন এবং সবার খেয়াল রাখেন।