বিনোদন ডেস্ক : আর পাঁচ জন সাধারণ মেয়ের মত বলিউড নায়িকারাও বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করতে চান। কিন্তু সিনেমাতে যেরকম হ্যাপি এন্ডিং দেখানো হয় বলিউড (Bollywood) নায়িকাদের বাস্তব জীবনে তেমনটা হয় না। এমন বেশ কিছু সুন্দরী অভিনেত্রী রয়েছেন যারা খুব কম বয়সে স্বামীকে হারিয়েছেন। বিয়ের পরপরই তাদের স্বামী মারা গিয়েছেন। আজকের এই প্রতিবেদনে দেখুন সেই ৬ অভিনেত্রীর তালিকা।
রেখা : এই তালিকাই সর্বাগ্রে নাম থাকবে বলিউড সুন্দরী রেখার। প্রেম এবং বিয়েতে বারবার জীবনে আঘাত পেয়েছেন তিনি। বিনোদ মেহেরাকে বিয়ে করেছিলেন কিন্তু শ্বশুরবাড়িতে মর্যাদা পাননি। এরপর তিনি বিয়ে করেন ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে। বিয়ের কিছুদিন পরই তার স্বামী আত্মহত্যা করেন।
কায়াকশন প্যাটেল : এই বলিউড অভিনেত্রী ব্যবসায়ী আরিফ পাটেলকে বিয়ে করেন। তার দুই ছেলে আরহান এবং নুমাইরেকে নিয়ে তাদের চারজনের খুবই সুখের সংসার ছিল। কিন্তু ২০১৮ সালে হঠাৎ এই হৃদরোগে আক্রান্ত হন আরিফ। শেষ চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। এখন দুই সন্তানকে একাই মানুষ করছেন অভিনেত্রী
লীনা চন্দভারকর : সুনীল দত্তের ‘মন কা মীত’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন লীনা। তিনি ১৯৭৫ সালে সিদ্ধার্থ বান্দোদকরকে বিয়ে করেন। কিন্তু লীনার প্রথম বিয়েটা সুখের হয়নি। কারণ কিছু সময় পরই মারা যান সিদ্ধার্থ। লীনা এরপর কিশোর কুমারকে বিয়ে করেন। লীনার বয়স যখন মাত্র ৩৭ বছর তখন কিশোর কুমার প্রয়াত হন।
শান্তিপ্রিয়া : শান্তিপ্রিয়া হলেন অক্ষয় কুমারের প্রথম ছবির নায়িকা। তারা দুজনে একসঙ্গে ‘সৌগন্ধ’ ছবি করেছিলেন। শান্তিপ্রিয়া বিয়ে করেন অভিনেতা সিদ্ধার্ত রায়কে। কিন্তু বিয়ের পাঁচ বছরের মাথায় সিদ্ধার্ত প্রয়াত হন। শান্তিপ্রিয়ার বয়স ছিল তখন মাত্র ৩৫ বছর।
বিজয়েতা পন্ডিত : বলিউড এবং টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন বিজয়েতা। ১৯৯০ সালে তিনি প্লেব্যাক সিঙ্গার এবং সুরকার আদেশ শ্রীবাস্তবকে বিয়ে করেন। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে আদেশ মারা যান।
শেহনাজ গিল : শেহেনাজ এবং সিদ্ধার্থ শুক্লার প্রেম কাহিনীটিও খুবই মর্মান্তিক। টেলিভিশনের জনপ্রিয় এই দুই তারকা বিগ বস সিজন ১৩তে প্রতিযোগিতা চলার সময় প্রেমে পড়েন। তারা খুব তাড়াতাড়ি বিয়েও করতেন। কিন্তু বিয়ের কয়েক মাস আগেই কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান সিদ্ধার্থ। শেহনাজ এখন সিঙ্গেল ভাবেই দিন কাটাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।