বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সপ্তম স্থানে রয়েছে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর। 648 সিসি ইঞ্জিনের এই বাইক ভারতে অন্যতম সেরা মোটরসাইকেল। সর্বোচ্চ 47 হর্সপাওয়ার শক্তি উৎপন্ন হয় এর ইঞ্জিন থেকে। বাইকের টপ স্পিড 150 কিমি প্রতি ঘণ্টা। বাজারে এটির দাম 3.63 লাখ টাকা।
৬ নম্বরে রয়েছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপটার/কন্টিনেন্টাল জিটি 650। বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় এই দুই 650 সিসির বাইক। রয়েছে একই 648 সিসি ইঞ্জিন, যা সর্বোচ্চ 47 হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। এপ্রিল বাইকের 2,189টি ইউনিট বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড। দাম যথাক্রমে – 3.02 লাখ টাকা এবং 3.19 লাখ টাকা।
৫ স্থানে যে বাইকটি রয়েছে তার নাম রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450। বাইকটি গত বছর ভারতে লঞ্চ করেছে কোম্পানি। দুর্দান্ত অফ রোডিং অ্যাডভেঞ্চার বাইক হিমালয়ান। 450 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। সর্বোচ্চ 39.47 হর্সপাওয়ার এবং 40 এনএম টর্ক তৈরি করতে পারে। এটির দাম 2.85 লাখ টাকা। এপ্রিলে বাইকের 2,917টি ইউনিট বিক্রি করেছে কোম্পানি।
৪ নম্বরে রয়েছে রয়্যাল এনফিল্ড মিটিওর 350। এই বাইকে পাবেন 349 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 20.2 হর্সপাওয়ার এবং 27 এনএম টর্ক তৈরি করে। এপ্রিলে বাইকের 10,132টি ইউনিট বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড। সুপার মিটিওর 350-এর দাম 2.05 লাখ টাকা থেকে শুরু।
৩ স্থানে রয়েছে বহু মানুষের প্রিয় ও লেজেন্ডারি বাইক রয়্যাল এনফিল্ড বুলেট 350। এপ্রিলে এটির 13,165টি ইউনিট বিক্রি হয়েছে ভারতে। বাইকে পাবেন 350 সিসি ইঞ্জিন এবং সেই পরিচিত দুগদুগ আওয়াজ। ভারতে বাইকটির দাম বা এক্স শোরুম মূল্য 1.74 লাখ থেকে শুরু হয়েছে। 2023 সালে বাইকটি নতুন J সিরিজ ইঞ্জিনের সঙ্গে লঞ্চ করে রয়্যাল এনফিল্ড।
২ নম্বরে রয়েছে তরুণদের প্রিয় বাইক রয়্যাল এনফিল্ড হান্টার। 350 সিসি ইঞ্জিনের এই মডেল কোম্পানির সবথেকে সস্তা ও হালকা বাইক। দাম শুরু 1.50 লাখ টাকা থেকে। ফিচার্স এবং পারফরম্যান্সের বিচারে রয়্যাল এনফিল্ড তথা ভারতের অন্যতম সেরা বাইক হান্টার।
আর প্রথম স্থানে রয়েছে রয়্যাল এনফিল্ডের ফার্স্ট বয় ক্লাসিক 350। বাইকের দাম 1.93 লাখ টাকা। এপ্রিল 29,000-এর বেশি ক্লাসিক 350 বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড। 350 সিসি ইঞ্জিনের এই বাইকে সর্বোচ্চ 20.2 হর্সপাওয়ার এবং 27 এনএম টর্ক তৈরি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।