বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ইলেকট্রিক স্কুটার থেকে পেট্রল চালিত মোটরসাইকেল লঞ্চ হতে চলেছে ভারতে। বাজার কাঁপাতে নতুন ভি-স্টর্ম আনছে সুজুকি। দৌড়ে এগিয়ে থাকতে YZF-R7 মোটরবাইক লঞ্চ করতে চলেছে ইয়ামাহা। পিছিয়ে নেই হিরো মটোকর্পও। তারাও চলতি মাসে নতুন ম্যাভরিকের দাম ঘোষণা করবে। দেরি না করে চলুন নতুন বাইকগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Suzuki V-Storm 800 DE
কিছুদিন আগেই সুজুকি মোটরসাইকেল ভারত মোবিলিটি এক্সপো-তে নতুন অ্যাডভেঞ্চার বাইক উন্মোচন করে। এটি হল V-Storm 800 DE। টাফ অ্যান্ড রাফ লুকের সঙ্গে এতে রয়েছে ফাটাফাটি ফিচার্স। যেমন TFT ইনস্ট্রুমেন্ট কনসোল, ড্রাইভ মোড, ট্র্যাকশন কন্ট্রোল, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি। বাইকে মিলবে 776 সিসি ইঞ্জিন। চলতি বছর মাঝামাঝি সময়ে বাজারে লঞ্চ হতে পারে এই মোটরসাইকেল।
Suzuki GSX-8R
সুজুকি ভি-স্টর্ম ছাড়াও আরও একটি দুরন্ত বাইক আনতে চলেছে সংস্থা। আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে এতে মিলবে দুরন্ত পারফরম্যান্স। বাইকে মিলবে LED লাইটিং এবং স্পোর্টি রাইডিং স্টান্স। মাঝারি ওজনের স্পোর্টস বাইক হল সুজুকি GSX-8R। খুব শীঘ্রই দেশের বাজারে পা রাখতে পারে এই মোটরবাইক।
Yamaha YZF-R7
ভারত মোবিলিটি এক্সপো 2024-এ এই স্পোর্টস বাইক উন্মোচন করে ইয়ামাহা। যা প্রমাণ করে এটির লঞ্চও খুব বেশি দুরে নেই। শক্তিশালী স্পোর্টস বাইকের মধ্যে অন্যতম R7। এতে মিলবে 689 সিসি ইঞ্জিন যা উচ্চ হর্সপাওয়ার তৈরি করতে সক্ষম। ভারতে হাই-পারফরম্যান্স সেগমেন্টে বড় চমক দিতে পারে ইয়ামাহা।
Yamaha MT-07
এটি স্পোর্টস বাইক নয়, বলতে পারেন নেকেড স্ট্রিট বাইক। যেখানে পাবেন ফ্ল্যাট হ্যান্ডেলবার এবং উঁচু রাইডিং স্টান্স। R7-এর মতো এতেও পাবেন 689 সিসি ইঞ্জিন। তবে এই বাইক শুধু দুরন্ত গতি না, ভালো জ্বালানি দক্ষতাও দিতে পারে। এই ধরনের সুপার স্পোর্ট বাইক ভারতীয় বাজারে আনতে চলেছে ইয়ামাহা।
50MP সেলফি ক্যামেরা ও Sony-র কাস্টম সেন্সর দিয়ে দুর্ধর্ষ ফোন লঞ্চ করবে Oppo
Hero Mavrick 440
বিদেশী সংস্থাদের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে নেমেছে হিরো ম্যাভরিক 440। গত মাসেই বাইকটি উন্মোচন করেছে সংস্থা। 440 সিসি ইঞ্জিনের সঙ্গে পাবেন গুচ্ছের ফিচার্স এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। চলতি মাসে বাইকের দাম ঘোষণা করতে পারে হিরো মটোকর্প। হার্লে-ডেভিডসনের সঙ্গে হাত মিলিয়ে গত বছরই X440 লঞ্চ করেছিল হিরো। তবে ম্যাভরিক এর থেকে অনেকটাই আলাদা হতে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।