বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্মার্টফোন সহজলভ্য হওয়ার পর মোবাইল গেম খেলার প্রবণতা কয়েক গুণ বেড়ে গিয়েছে। বিশেষ করে কমবয়সিদের মধ্যে। অনেকের পক্ষেই বেশি দামের গেমিং মোবাইল কেনা সম্ভব নয়। তাই বাজেট ফ্রেন্ডলি গেমিং ফোনের খোঁজ করেন অনেকেই। এই প্রতিবেদনে এ রমকই কয়েকটি স্মার্টফোনের কথা জানানো হবে, সে সমস্ত ফোন গেম খেলার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে। এবং এই সমস্ত ফোনের দাম ১৫ হাজার টাকার কম।
সিএমএফ ফোন ১: সিএমএফ হলো নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড। সিএমএফ ফোন ১-এর দাম অ্যামাজ়নে ১৫ হাজার টাকার কম। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর এবং ৬ জিবি ব়্যাম। এর ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের। যার জেরে দীর্ঘক্ষণ গেম খেলতে পারবেন এই ফোনে।
মোটো জি৬৪: মোটোরোলা কোম্পানির এই স্মার্টফোনও গেম খেলার জন্য উপযুক্ত। এতে রয়েছে ৮ জিবি ব়্যাম এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর। এর ব্যাটারি ব্যাক আপও যথেষ্ট ভালো। সেই সঙ্গে রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
পোকো এক্স৬ নিও: এ বছরের শুরুতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। ৮ জিবি ব়্যাম এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকা ফোনে গেম খেলে গেমাররা খুশি বলে জানিয়েছে একাধিক রিভিউতে। ব্যাটারি ব্যাক আপ জোরদার হওয়ায় হটাৎ করে চার্জ শেষ হওয়ার চিন্তাও করতে হবে না।
রেডমি ১৩ ৫জি: এই স্মার্টফোনও গেম খেলার জন্য উপযুক্ত। এর প্রসেসর যেমন শক্তিশালী, তেমনই ডিসপ্লে যথেষ্ট বড়। যাতে গেম স্ক্রিন দেখতে সুবিধা হয়। এতে ৬ জিবি-র ব়্যাম রয়েছে। ব্যাটারি ব্যাক আপও শক্তিশালী।
ইনফিনিক্স নোট ৪০ এক্স: এই ফোনেও গেম খেললে কোনও সমস্যায় পড়তে হবে না। ৮ জিবি ব়্যাম এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে। সেই সঙ্গে শক্তিশালী ব্যাটারি ব্যাক আপ এ ফোনকে গেম খেলার জন্য আরও উপযুক্ত করে তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।