বিনোদন ডেস্ক : ২০১৫ সালে এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলি সিনেমাটি যখন মুক্তি পায়, এর আগে প্যান ইন্ডিয়া সিনেমা গুলির সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল না। কিন্তু বাহুবলির পর আমরা আস্তে আস্তে এই প্যান ইন্ডিয়া সম্পর্কে ধারণা তৈরি করি। মুক্তি পাওয়া সিনেমাগুলি নিজেদের বাজেটে ভীষণভাবে পরিবর্তন তৈরি করেছে। অনেক পাল্টে গেছে সিনেমার সাফল্যের ইতিহাস।
তবে এই প্যান ইন্ডিয়া এখন আমাদের কাছে একটি পরিচিত শব্দ হলেও অবাক হয়ে যাবেন অনেক বছর আগেও এমন অনেক সিনেমা রয়েছে যা প্যান ইন্ডিয়ার ট্যাগ না লাগিয়েই সারা বিশ্বব্যাপী দারুন ইতিহাস তৈরি করেছিল।
মুগলে আজম: দিলীপ কুমার এবং মধুবালা অভিনীত সিনেমা মুগলী আজাম ছিল একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, যা সারা দেশে ভীষণভাবে একটি হিট সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছিল। এ সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর।
শোলে: বলিউডের ইতিহাসে একটি অনন্য সিনেমা হলে শোলে। রমেশ সিপ্পি পরিচালিত এই সিনেমাটি সারাদেশে দুর্দান্ত ব্যবসা করেছিল সেই সময়ে। আজও এই সিনেমার চরিত্র নিয়ে মানুষের মধ্যে আলোচনা থাকে তুঙ্গে।
অপু রাজা: কামাল হাসান অভিনীত ১৯৮৯ সালের সিনেমা আপু রাজা এমন একটি সিনেমা ছিল যেখানে কামাল হাসান দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। অসাধারণ অভিনয় করে এই সিনেমাকে মানুষের কাছে জনপ্রিয়তা করেছেন কমল হাসান।
হিন্দুস্থানী: অপু রাজা সিনেমার কমল হাসান ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দুস্তানি সিনেমা থেকে আরো একবার দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন এবং পুরস্কৃত হয়েছিলেন। এই সিনেমাতে অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর অভিনয় করেছিলেন এবং বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন।
হাম সাত সাত হে: এই সিনেমাটি আজও একটি ফ্যামিলি ফিল্ম হিসেবে মানুষের কাছে জনপ্রিয়। পারিবারিক বিষয় নিয়ে নির্মিত এই সিনেমাটি সারা ভারতবর্ষের মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পেরেছিল। সিনেমাতে অভিনয় করেছিলেন সালমান খান, কারিশমা কাপুর, আলোক নাথ এবং তাবুর মতো অভিনেতা অভিনেত্রীরা।
রোবট: দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের সিনেমা রোবট সেই বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে প্রমাণিত হয়েছিল। এই সিনেমাতে অসম্ভব সুন্দর অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।