লাইফস্টাইল ডেস্ক : শীত মানেই ভ্রমণের মৌসুম। বাস, ট্রেনের ঝামেলায় না গিয়ে অনেকেই নিজের মোটরসাইকেলে চেপে এ সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান।
তবে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাও সবচেয়ে বেশি। তাই ভ্রমণের দীর্ঘ যাত্রা নিরাপদ ও ঝামেলাহীনভাবে সম্পন্ন করতে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত।
লং ট্যুরে যাওয়ার আগে রাস্তায় অযাচিত বিড়ম্বনা এড়াতে মোটরসাইকেল ও জরুরি সব নথি সঙ্গে রাখুন।
একা ভ্রমণে রাস্তা সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি। রাস্তার অবস্থা কতটা ভালো বা খারাপ, সে সম্পর্কে আগে থেকেই জেনে রাখুন। হাইওয়েতে অনেক সময় ইন্টারনেট সংযোগ থাকে না। আগে থেকেই তাই ম্যাপ বা মোবাইলে পথ নির্দেশিকা ডাউনলোড করে রাখুন।
সফরে যাওয়ার আগেই অভিজ্ঞ মেকানিক দিয়ে বাইক সার্ভিসিং করিয়ে নিন। দীর্ঘ বাইক জার্নিতে হঠাৎ আপনার বাইকের ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে, তেল শেষ হয়ে যেতে পারে, কিংবা টায়ার পাংচার হতে পারে।
অনেক সময় পাহাড়ি অঞ্চলে বাইক সারানোর মেকানিক পাওয়া গেলেও বাইকের সরঞ্জাম পাওয়া যায় না। এই সমস্যার হাত থেকে বাঁচতে সাধারণ কিছু সরঞ্জাম যেমন টায়ারের টিউব, চাকার ফুটো সারাইয়ের সরঞ্জাম, চাকায় হাওয়া দেওয়ার যন্ত্র ইত্যাদি সঙ্গে রাখতে পারেন।
শীতে রাস্তায় কুয়াশা পড়বেই। পাহাড়ি অঞ্চলে ভ্রমণে গেলে তাই অন্ধকার বা কুয়াশার জন্য আগে থেকেই প্রস্তুতি রাখুন। গাড়িতে লাগিয়ে নিতে পারেন সাদা এবং হলুদ দুই ধরনের আলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।