লাইফস্টাইল ডেস্ক : অনেকে মনে করেন নিয়মিত স্মার্টফোন পরিষ্কারে ক্ষতি হতে পারে। এটা একদমই ঠিক না। নিয়মিত পরিষ্কার করলে স্মার্টফোন বা যেকোনো ডিভাইসকে অনেকদিন নতুনের মতো রাখা যায়। স্পিকার থেকে শুরু করে চার্জিং পোর্ট সবকিছুতেই ধুলা–ময়লা জমতে থাকে। তাই নিয়মিত স্মার্টফোনটি পরিষ্কার করা জরুরি।
স্মার্টফোন পরিষ্কারের সময় অবশ্যই কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। না হলে বড় কোনো সমস্যা হতে পারে। তাই কোন বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে জানা যাক–
* স্মার্টফোনটি পরিষ্কার করার আগে বন্ধ করে নিন। হয়তো শুধু স্ক্রিন পরিষ্কার করবেন, সেক্ষেত্রেও স্ক্রিন মোছার সময় ফোনটি বন্ধ করে নেওয়া ভালো।
* ফোন পরিষ্কার করতে নরম মাইক্রোফাইবার কাপড় বা নির্দিষ্ট অ্যালকোহল প্যাড ব্যবহার করুন। শক্ত কাপড় বা টিস্যু ব্যবহার করবেন না। এতে ফোনে স্ক্রাচ পড়তে পারে।
* এক কাপড় বা অ্যালকোহল প্যাড বারবার ব্যবহার করবেন না। এ ছাড়া আরও একটি ব্যাপার খেয়াল রাখবেন। যখন ফোনের স্ক্রিন পরিষ্কার করছেন তখন একমুখী পরিষ্কার করুন। এদিকে একবার অন্যদিকে একবার ঘষাঘষি করলে ফোনে স্ক্র্যাচ পড়তে পারে।
* ফোনের জন্য আলাদা ক্লিনজার পাওয়া যায় যা খুবই নমনীয়, সেগুলো ব্যবহার করুন। উইন্ডো ক্লিনার, অ্যারোসল স্প্রে বা এমন ধরনের কোনো স্প্রে ব্যবহার করা যাবে না।
* ফোনের ওপর সরাসরি কোনো স্প্রে করবেন না। যে কাপড় দিয়ে পরিষ্কার করবেন সেটিতে স্প্রে করুন, এরপর আলতোভাবে মুছে নিন।
* স্ক্রিনের মতো একইভাবে ফোনের কেসও পরিষ্কার করুন। পরিষ্কারের পর ভালোভাবে শুকিয়ে নিন।
* ফোন কখনও পানি দিয়ে পরিষ্কার করবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।