বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন মোটরসাইকেল কেনার সময় অনেক ক্রেতা কিছু বিষয় এড়িয়ে যান, যার কারণে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। শো রুম থেকে নতুন বাইক কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা উচিত। যাতে কোনো জটিল সমস্যায় পড়তে না হয়। চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো সম্পর্কে।
১. বডি স্ক্র্যাচ: বাইকটি কোন স্ক্র্যাচ বা ডেন্ট আছে কিনা, সেজন্য বাইকের বাইরের অংশ ভালো করে লক্ষ্য করুন।
২. চেসিস ও ইঞ্জিন নম্বর : বাইকটির চেসিস ও ইঞ্জিন নম্বর যাচাই করে নিন, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে বাইকটি কত সালে উৎপাদন করা হয়েছে।
৩. টায়ার : বাইকটির টায়ারের গঠন ও মান ঠিক আছে কিনা তা যাচাই করে নিন। পাশাপাশি টায়ারের গুণগতমান চেক করুন, যেন পুরোনো টায়ার না থাকে।
৪. চাবি : সচরাচর নতুন বাইকের সঙ্গে দুটি চাবি দেওয়া হয়। দুটি চাবিই সঠিকভাবে কাজ করছে কিনা, তা যাচাই করে নিন।
৫. লাইটিং : বাইকটির হেডলাইট, টার্ন সিগন্যাল ল্যাম্প, ডে নাইট ল্যাম্প সব ঠিকভাবে কাজ করছে কিনা, তা দেখে নিন। হাই বিম ও লো বিমের লাইটও ভালো করে লক্ষ্য করুন।
৬. ডিসপ্লে ও ফিচার্স : বাইকটির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপ মিটার ইত্যাদি ঠিকভাবে কাজ করছে কিনা তা চেক করুন। যদি বাইকটির ব্লুটুথ কানেক্টিভিটি থাকে, তবে সেটিও সঠিকভাবে কাজ করছে কিনা ভালো করে লক্ষ্য করুন।
৭. ইঞ্জিন : সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইকের ইঞ্জিন। বাইকটির চালু করে ভালোভাবে যাচাই করে দেখুন ইঞ্জিন থেকে কোনো অস্বাভাবিক শব্দ বের হচ্ছে কিনা।
এই টিপসগুলো মেনে চললে আপনি নিশ্চিন্তে বাইক কিনতে পারবেন এবং পরে কোনো সমস্যায় পড়তে হবে না।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel