জুমবাংলা ডেস্ক : বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ থাকায় তৃতীয় দেশে যেতে ইচ্ছুকরা ভিয়েতনাম ও পাকিস্তান থেকে ভিসা নিতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসাপ্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন।’
তৌফিক হাসান বলেন, ‘বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন, কিন্তু নয়াদিল্লির বুলগেরিয়ান দূতাবাসে তাদের ভিসার আবেদন জমা দিতে পারেনি, তাঁদের হ্যানয় (ভিয়েতনাম), ইসলামাবাদ (পাকিস্তান) বা আস্তানার (কাজাখস্তানে) বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করার পরামর্শ দেয়া হচ্ছে।’
বাংলাদেশে যে সব দেশের ভিসা সেন্টার নেই, সে সব দেশের ভিসা দিল্লি থেকে সংগ্রহ করতে হতো। কিন্তু দেশে ক্ষমতার পালাবদলের পর থেকে পর্যটক ভিসা বন্ধ রেখেছে ভারত। তবে চালু আছে চিকিৎসা ও শিক্ষার্থীদের জন্য ভিসা। ফলে বিভিন্ন কাজে যারা তৃতীয় দেশে যেতে চান তারা ভারতে গিয়ে ভিসা সংগ্রহ করতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন তারা।
তৌফিক হাসান বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্কারের অংশ হিসেবে অবসরোত্তর কাউকে আর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না। এক মাসের মধ্যেই ৬ থেকে ৭ জন রাষ্ট্রদূত অবসরে যাচ্ছেন।’
সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মুহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে জানান মুখপাত্র। তিনি বলেন, ‘এছাড়াও একজন দূতাবাস কর্মীকে বরখাস্ত করা হয়েছে।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.