জুমবাংলা ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, সদরের বাড়িয়া ইউনিয়ন ও গাজীপুর নগরীর পূবাইল থানা) আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন তৃতীয় লিঙ্গের উর্মি।
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে গত ১৯ নভেম্বর তিনি গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। উর্মি গাজীপুর মহানগরীর পূবাইল থানার বাড়ইবাড়ি এলাকার ফাইজ উদ্দিনের সন্তান।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
বিএসপির মুখপাত্র আজমাইন আশরাফ বলেন, শক্তিশালী ও যোগ্য প্রার্থী বিবেচনায় উর্মিকে মনোনয়ন দিয়েছে দল। তিনি আমাদের বিএসপি নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের প্রার্থী হিসেবে সেখান থেকে নির্বাচন করবেন।
তিনি আরো বলেন, বিএসপি নেতৃত্বাধীন ৬টি রাজনৈতিক দল নিয়ে লিবারেল ইসলামিক জোট গঠন করা হয়েছে।
প্রার্থী হওয়া প্রসঙ্গে উর্মি বলেন, আমি কাগজপত্র ঠিকঠাক করছি।
বুধবার মনোনয়নপত্র জমা দেব। সকলের কাছে দোয়া ও ভোট চাই।
জানা গেছে, এবারের নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে চুমকি ছাড়াও আওয়ামী লীগ নেতা ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, গণফোরামের প্রার্থী মো. সোহেল মিয়া এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আল আমিন দেওয়ান মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।