জুমবাংলা ডেস্ক : ইংরেজি বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর বছরটিকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে উদগ্রীব থাকে মানুষ। এদিন উদযাপনের রীতি অনেকদিন ধরে চলে আসছে। মানুষের মাঝে আগ্রহের কমতি নেই দিনটি নিয়ে। ঢাকার অনেকের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি উদযাপনের জায়গায় হিসেবে পরিচিত।
এই উদযাপনে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই কারণে ক্যাম্পাসের ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের ঢোকার গেইট-শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর ও শেখ রাসেল টাওয়ারের সামনে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বসেছে চেক পোস্ট। আইনশৃঙ্খলা বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক টিম মিলে কার্ড চেক করে ঢুকতে দিচ্ছেন সকলকে।
মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকেই এসে প্রবেশ করতে না পেরে ফিরে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী শুধু বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশ করতে দিচ্ছেন।
এরআগে গত রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে নোটিশ জারি করে জানানো ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে ১ জানুয়ারি সকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনও বহিরাগত প্রবেশ করতে পারবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।