হিরোর এই ১৬০ সিসির বাইক মাইলেজ দেয় লিটারে ৫০ কিমি

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : হিরোর জনপ্রিয় মোটরসাইকেল ১৬০আর। এই মডেলটির সম্প্রতি ভার্সন ফোর এসেছে। নতুন সংস্করণে যোগ হয়েছে একাধিক ফিচার। হিরোর এই স্পোর্টস কমিউটার প্রতি লিটার জ্বালানিতে ৫০ কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন।

মোটরসাইকেল ১৬০আর

হিরো দাবি করছে তাদের নতুন এই মডেলে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে। এতে রয়েছে ১৬৩.২ সিসির ৪ ভালভ ইঞ্জিন। এই ইঞ্জিন ১৬.৯ পিএস শক্তি এবং ১৪.৬ এনএম টর্ক উৎপাদন করতে পারে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই মডেলে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে।

আকর্ষণীয় লুকের পাশাপাশি দুর্দান্ত মাইলেজের জন্যেও বিখ্যাত হিরো এক্সট্রিম ১৬০আর মডেল। এই মডেলে আপনারা প্রতি লিটারে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন।

গুগলকে চ্যালেঞ্জ দিতে সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই

ভারতীয় বাজারে হিরো এক্সট্রিম ১৬০ ভার্সন ৪ বিক্রি হচ্ছে ১ লাখ ২৭ হাজার রুপিতে। এর টপ ভার্সনের দাম দেড় লাখ রুপি।