স্বল্প দামে পাওয়া যাচ্ছে 50MP সেলফি ক্যামেরা সহ এই 5G ফোন, জেনে নিন অফার সম্পর্কে

HMD Crest 5G

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এইচএমডি জুলাই মাসে তাদের Crest সিরিজের নতুন HMD Crest 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম কমানো হয়েছে। এই প্রাইস কাট সীমিত সময়ের জন্য শুধুমাত্র আমাজনের মাধ্যমে পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইটে ফোনটি আগের দামেই লিস্টেড রয়েছে। জানিয়ে রাখি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ফোনটির দাম কমানোর সঙ্গে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার ডিটেইলস সম্পর্কে।

HMD Crest 5G

HMD Crest 5G এর প্রাইস কাট এবং অফার ডিটেইলস
অনলাইন শপিং সাইট আমাজনে HMD Crest 5G স্মার্টফোনটিতে মোট 2,500 টাকা পর্যন্ত প্রাইস কাট করা হয়েছে।
এই ফোনটির প্রাইস কাট করার পর 6GB RAM + 128GB স্টোরেজ অপশন মাত্র 11,999 টাকা দামে সেল করা হচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে EMI তে 750 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। একইসঙ্গে 12 মাস পর্যন্ত EMI তে 1,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
এক্সচেঞ্জ অফার হিসেবে ইউজারদের 11,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। তবে পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে দাম পাওয়া যাবে।

কীভাবে পাওয়া যাবে এই অফার?
HMD Crest 5G ফোনটিতে মতো 2,500 টাকার প্রাইস কাট, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বেনিফিট পাওয়া যাবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাজন লিঙ্কে ক্লিক করুন। কোম্পানির ওয়েবসাইটে ফোনটির আগের মতো 14,499 টাকা দাম রয়েছে।

HMD Crest 5G ফোনটি কি কেনা উচিৎ?
মাত্র 11,999 টাকা দামের ফোনটিতে 6.67 ইঞ্চির OLED এলইডি স্ক্রিন, 5G কানেক্টিভিটি, Unisoc T760 চিপসেট, 50 মেগাপিক্সেল সেলফি এবং রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ HMD Crest 5G ফোনটি ভালো অপশন। যেসব ইউজাররা সাধারণ কাজের জন্য ফোন খুঁজছেন এটি তাদের জন্য ভালো অপশন হবে। বিশেষত্ব হল ফোনটির রিপেয়ারেবিলিটি এবং ছোটো সমস্যাগুলি ইউজাররাই সমাধান করে নিতে পারবেন।

HMD Crest 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: HMD Crest স্মার্টফোনে হাই রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য HMD Crest স্মার্টফোনে Unisoc T760 চিপসেট দেওয়া হয়েছে।
মেমরি: এই ফোনে 6GB RAM +128জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে 6GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

বন্ধু তালিকায় থেকেও আপনার ফেসবুক পোস্ট দেখতে পারবে না, জেনে নিন কীভাবে

ক্যামেরা: এই ফোনের রেয়ার সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 2MP অন্য সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে দুর্দান্ত এক্সপিরিয়েন্সের জন্য 50MP ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: HMD Crest স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ওএস: HMD Crest স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ওএস আপডেট এবং সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করেছে।