লাইফস্টাইল ডেস্ক : স্পেনের নামজাদা চিত্রতারকা অ্যানা ওব্রেগন। ৮০ এবং ৯০ এর দশকে নিজের অভিনয় দক্ষতার গুণে বহুবার শিরোনামে এসেছেন অভিনেত্রী। কিন্তু বৃদ্ধ বয়সে এসে যে ফের আবারও তাঁকে নিয়ে খবর লেখা হবে, তাও আবার এমন কারণে, সেটা বোধহয় নিজেও কল্পনা করেননি তিনি। ৬৮ বছর বয়সে নিজের নাতনির জন্ম দিয়েছেন অভিনেত্রী। সেই নাতনির জন্মদিনে নিজেই সেকথা ফাঁস করলেন তিনি।
বর্তমানে অ্যানার বয়স ৭০, কয়েক বছর আগে তাঁর একমাত্র পুত্র ২৫ বছর বয়সি আলেস-এর ক্যানসার ধরা পড়ে। ২০২২ এ মাত্র ২৭ বছর বয়সে মারা যান আলেস। কিন্তু মৃত্যুর আগে নিজের শুক্রাণু সংরক্ষণ করে গিয়েছিলেন তিনি। সেই শুক্রাণু কাজে লাগিয়েই ধাত্রী মা হয়েছেন অ্যানা। অভিনেত্রীর দাবি, সন্তানের মৃত্যুর পর থমকে গিয়েছিল তাঁর জীবন। পুত্রের মৃত্যু কোনও ভাবেই মেনে নিতে পারেননি তিনি। অন্ধকারে ডুবে গিয়েছিলেন। তার পর যখন জানতে পারেন যে পুত্রের শুক্রাণু সংরক্ষিত রয়েছে, তখন সিদ্ধান্ত নেন সেই শুক্রাণু কাজে লাগিয়ে নাতনির জন্ম দেওয়ার।
কিন্তু স্পেনে সরোগেসি নিষিদ্ধ। তাই আমেরিকার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। সেখানেই এক কিউবান মহিলার ডিম্বাণু কাজে লাগিয়ে নাতনির জন্ম দেন অ্যানা। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে স্পেনে। এমনকী অভিনেত্রী যা করেছেন তা উচিত না অনুচিত সেটা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন স্পেনের দুই কেন্দ্রীয় মন্ত্রী। তবে আপাতত বিতর্কে কান দিতে নারাজ অ্যানা। নাতনির নাম রেখেছেন অনিতা। তাঁর সঙ্গেই হেসে খেলে দিন কাটাচ্ছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।