বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বাজারে নতুন মোটরসাইকেল আনছে হোন্ডা। মডেল এনএক্স ৫০০। এটি একটি অ্যাডভেঞ্চার বাইক। ধারণা করা হচ্ছে এই বাইক সড়কে নামলে শোরগোল শুরু হয়ে যাবে। কেননা, এটি দেখতে যেমন চিত্তাকর্ষক তেমনি এর দুর্দান্ত ফিচার।
অ্যাডভেঞ্চার মোটরসাইকেল জমি শক্ত করার লক্ষ্য নিয়ে এনএক্স৫০০ মডেল আন্তর্জাতিক বাজারের ছাড়তে যাচ্ছে জাপানি হোন্ডা। যদিও তা সফল হবে কি না তা পরের কথা। কিন্তু, সম্প্রতি এই বাইক নিয়ে বেশ চর্চা সামাজিক মাধ্যমগুলোতে। যে কারণে অনেকেই পরিকল্পনা করছেন বাইক কেনার জন্য। তবে তার আগে কয়েকটি বিষয় জেনে শোরুমে যাওয়া উচিত।
শাহরুখকে স্পেশাল চিঠি অ্যাটলির, ব্লকবাস্টার ‘জওয়ান’কে কী লিখলেন পরিচালক?
এই বাইকে রয়েছে ৪৭১ সিসির ইঞ্জিন। যা সর্বোচ্চ ৪৬.৯ হর্সপাওয়ার এবং ৪৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ৬ স্পিড গিয়ার। বাইকের ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ১৭.৫ লিটার এবং রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি ২.৬ লিটার। এই টু হুইলার মাইলেজ দিতে পারে ২৭.৭৮ কিমি প্রতি লিটার।
উঁচু পর্বত হোক বা জঙ্গলে ভরা পাথুরে রাস্তা সব জায়গাতেই ভারসাম্যের জন্য রয়েছে ইউএসডি আপসাইড ডাউন ফর্ক এবং পেছনে প্রো-লিঙ্ক মনো সাসপেনশন। দুই চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম পাওয়া যাবে।
১৯৬ কেজি কার্ব ওয়েট এই বাইকের। সিটের উচ্চতা ৮৩০ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিলিমিটার। ফিচার্স রয়েছে ঠাসা। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল, এমএসএস অ্যালার্ট, ইউএসবি চার্জিং পোর্ট, জিপিএস ও নেভিগেশন এবং এলইডি লাইটিং থাকছে এই বাইকে।
এই বাইকের সম্ভাব্য দাম হতে চলে ভারতে প্রায় ৬ লাখ রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।