লাল শাড়ি পরা এই শিশুটি এখন আলোচিত অভিনেত্রী

বিনোদন ডেস্ক : এখনো সময় পেলই অ্যালবাম নিয়ে বসে পড়ার অভ্যাস নতুন কিছু নয়। এমন অনেকেই আছেন যারা এমনটা করে থাকেন। এ তালিকা থেকে বাদ যান না ইন্ডাস্ট্রির তারকারাও। আর হবেই বা না কেন, অ্যালবাম মানেই তো পুরনো সময়কে নতুন করে দেখা।

পুরনো সোনালী দিনকে নতুন করে মনে করা। আর তারকা হলে তো সেই সব দিন নতুন করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করার দৃশ্যও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। ছোটবেলার ছবি পোস্ট করে নানা স্মৃতি মনে করেন তারা।

ছবিতে তিনজন কন্যাশিশু দেখা যাচ্ছে। এর মধ্যে ঝুটি বাঁধা লাল শাড়ি পরা মেয়েটিকে কি চিনতে পেরেছেন? তিনি এখন টালিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম ও মুখ।

বড়পর্দা কিংবা ছোটপর্দা থেকে ওয়েব মাধ্যমসহ সবখানেই সাবলীলভাবে অভিনয় করে যাচ্ছেন তিনি। তিনি ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর ‘লছমী’। যা সাম্প্রতি বেশ প্রশংসিত হয়েছে। এবার হয়তো অনেকে চিনতে পেরেছেন তাকে। হ্যাঁ, তিনি টালিউড অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি।

হিন্দুস্তান টাইমসের খবর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই নিজের ছোটবেলার এ ছবিটি পোস্ট করেন স্নেহা। ক্যাপশনে লেখেন, ‘ছবিদের রত্ন’। ছবিতে তাকে লাল রঙের শাড়িতে দেখা যাচ্ছে। মাথায় ঝুটি বাঁধা। পাশেই ফ্রক পরে মাটির নিচে তাকিয়ে আছেন আরেক শিশু। আর তাদের সামনে আরও এক শিশুকন্যা দাঁড়িয়ে আছেন।

প্রসঙ্গত, বর্তমানে অভিনেত্রী স্নেহাকে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। এতে মানালি দে, বাসবদত্তা চ্যাটার্জি অভিনয় করছেন। পাঁচ বন্ধুর জীবনের গল্পে সাজানো এই ধারাবাহিক।