বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে মোটর গাড়ি তৈরি করে সুনাম কুড়িয়েছে টাটা কোম্পানি। এবার এই গ্রুপ অব কোম্পানি আনল শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। যার দাম সাধ্যের মধ্যে। এই এসিগুলো ছোট ও মাঝারি ঘরের জন্য একদম উপযুক্ত। বাজেট-ফ্রেন্ডলি দাম হওয়ার পাশাপাশি দারুণ কুলিং পাওয়া যাবে। ঠান্ডা ফুরফুরে হাওয়ায় মন শরীর চাঙ্গা করে দেবে।
টাটার তৈরি জনপ্রিয় এসিগুলোর মডেল হচ্ছে-ক্রোমা ও ভোল্টাস। যা ভারতের বাজারে দেদারসে বিক্রি হচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি নতুন প্রোডাক্টও লঞ্চ করেছে কোম্পানিটি। মধ্যবিত্ত ক্রেতারা যাতে এসির ঠান্ডা হাওয়া পেতে পারেন, সেই বুঝে রাখা হয়েছে দাম। আপনিও এই যদি এই ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চান, তাহলে এই এসিগুলো বিবেচনা করতে পারেন।
ক্রোমা এসি
ক্রোমা টাটা গ্রুপের অধীন ইলেকট্রোনিক্স ব্র্যান্ড। যা ভারতজুড়ে বেশ পরিচিত ব্র্যান্ড। এই এসি শুধু ভালো ঠান্ডা হাওয়া সরবরাহ করে না, মেশিনটির দামও বেশ কম। যে কারণে এটি কিনতে পিছু পা হোন না ক্রেতারা। শুধু তাই নয়, ক্রোমার এই এসির ডিজাইনও নজরকাড়া। ঘরের নকশায় নতুন আকর্ষণ যোগ করবে। তার উপর ইনভার্টার এসি হওয়ায় বিদ্যুৎ খরচও বাঁচাতে সাহায্য করবে। দেশটির বাজারে এই এসির দাম ৪২ হাজার রুপি। যা ডিসকাউন্টে মাত্র ২৯ হাজার রুপিতে কেনা যাচ্ছে।
ভোল্টাস এসি
ক্রোমা ভাড়াও ভোল্টাস এসিরও নামডাক রয়েছে ভালো। ভারতে বহু বাড়িতে এই কোম্পানির এসি ব্যবহার করা হয়। এটিও টাটা গ্রুপের অধীন প্রতিষ্ঠান। দক্ষ কুলিং সার্ভিস, উন্নত ফিচার্স এবং বিদ্যুৎ খরচ বাঁচাতে সাহায্য করে এই এসি। এই এসি কিনতে খরচ হবে ৩২ হাজার রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।