বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটরসাইকেলের চেয়েও বৈদ্যুতিক মোটরে এলো নতুন ইলেকট্রিক বাইক। এই বাইক এনেছে টর্ক নামের একটি প্রতিষ্ঠান। মডেল টর্ক ক্রাটস আর। পরিবেশবান্ধব এই বাইক এক চার্জে ১৮০ কিলোমিটার পথ চলতে পারবে।
বাইকটিতে ইকো প্লাস নামের একটি মোড রয়েছে। এই মোড চালু করলে অধিক রেঞ্জ পাওয়া যাবে।
ভারতের স্থানীয় প্রযুক্তিতে এই ব্যাটারিচালিত বাইক তৈরি করা হয়েছে।
টর্কের এই ফ্ল্যাগশিপ মোটরকবাইকে আগে ইকো, সিটি এবং স্পোর্ট মোড ছিল। এবার এলো ইকো প্লাস মোড। এই মোডে ইলেকট্রিক বাইকটি তার সর্বাধিক রেঞ্জ দিতে পারে।
ইলেকট্রিক মোটরসাইকেলটির গতিও দুর্দান্ত। ইকো প্লাস মোডে ই-বাইকের সর্বাধিক গতি প্রতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার।
নির্মাতা প্রতিষ্ঠান টর্ক জানিয়েছে, ইকো প্লাস মোডটি ডিজাইন করা হয়েছে মূলত শহুরে বাইক-চালকদের জন্য। তার কারণ, শহরের চালকদের কাছে পারফরম্যান্সের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল ইলেকট্রিক বাইকের রেঞ্জ।
এই অতিরিক্ত ইকো প্লাস মোডের পাশাপাশি ক্রাটস আর মডেলের ই-বাইকে রিভার্স মোডও পেয়েছে। রাস্তার কঠিন পরিস্থিতিতেও চালকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হল রিভার্স মোডটি। টর্কের তরফ থেকে আরও জানানো হয়েছে, ইকো প্লাস রাইড মোডটি সমস্ত ক্রাটস আর মডেলের ক্রেতারা সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন মোডটি উপভোগ করতে পারবেন।
পাওয়ারের জন্য টর্ক বাইকটিতে রয়েছে ৯ কিলোওয়াট আওয়ারের এক্সিয়াল ফ্লাক্স মোটর। যা ৩৮ নিউটন মিটার পিক টর্ক উৎপাদন করতে পারে। ব্যাটারি রয়েছে আইপি ৬৭ সার্টিফায়েড লিথিয়াম আয়ন।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, বাইকের মোটরটি অসাধারণ ৯৬% এফিসিয়েন্সি রেটিং প্রাপ্ত। একটি ফাস্ট চার্জার ব্যবহার করে ব্যাটারিটি মাত্র এক ঘণ্টার মধ্যেই শূন্য থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।