বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইলেকট্রিক সাইকেলের চাহিদা দিনকে দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় বাজারে আসছে নিত্যনতুন মডেলের ই-সাইকেল। সম্প্রতি বাজারে ডেকাথলন নতুন ব্যাটারিচালিত সাইকেল এনেছে। মডেল বি টুইন।
মডেলটিকে অনেকে অল রাউন্ডার ইলেকট্রিক সাইকেল বলছেন। কেননা, সাইকেলটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে কোন পরিস্থিতি এবং যে কোনও রাস্তায় দৌড়তে সক্ষম এটি।
দীর্ঘ পথের টুরার বাইক হিসাবে বেশ কার্যকরী এই সাইকেল। এটির মডেল ডেকাথলন বি টুইন এলডি ৯২০ ই।
এই সাইকেলে রয়েছে অটোমেটিক গিয়ারবক্স ড্রাইভ সিস্টেম। বেলজিয়ামের একটি কোম্পানির সাহায্যে তৈরি করা হয়েছে এটির ডুয়াল মোটর সিস্টেম যার সর্বোচ্চ ক্ষমতা ২৪০ ওয়াট। মিলবে স্টেপলেস গিয়ার শিফটার। সাইকেলে রয়েছে দুইটি মোটর, আটটি সেন্সর এবং একটি কম্প্যাক্ট সিস্টেম যা প্রতি সেকেন্ডের ডেটা জোগাড় করে সিস্টেমে জমা করে এই সেন্সরগুলো
ইলেকট্রিক সাইকেলে ব্যাটারি রয়েছে ৭০২ ওয়াট আওয়ারের। যা ফুল চার্জে রেঞ্জ দিতে পারে ১৫০ কিলোমিটার। একাধিক টেক ফিচার্সও রয়েছে এই সাইকেলে যার মধ্যে উল্লেখযোগ্য ও ভীষণ গুরুত্বপূর্ণ জিপিএস ট্র্যাকার।
চোরেদের কাছ থেকে সাইকেল নিরাপদ রাখতে খুবই কাজের ফিচার জিপিএস ট্র্যাকার। সাইকেলের সামনে রয়েছে একটি ডিসপ্লে যেখানে রিয়েল টাইম তথ্য দেখা যাবে। তিন রকম রাইডিং মোডও রয়েছে এতে যেমন – ইকো, স্ট্যান্ডার্ড এবং বুস্ট।
পাশাপাশি রাইডাররা চাইলে এতে একটি মজবুত লাগেজ র্যাকও লাগাতে পারবেন যা সর্বোচ্চ ২৭ কেজি ওজন বহন করতে পারবেন। বিশেষত ব্যস্ত শহরে দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে এবং অবসর সময়ে সাইকেল নিয়ে লম্বা ট্রিপে যাওয়া যাবে এমন চাহিদা পূরণ করার উদ্দেশ্যেই আনা হয়েছে এই সাইকেল।
সাইকেলটির দাম ৩৩০০ মার্কিন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।