বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে প্রতিদিন লঞ্চ হয়ে চলেছে একাধিক গাড়ি ও স্কুটার, বাইক। তার মধ্যে গ্রাহকেরা বেছে নেন তাদের পছন্দমতন ও বাজেট অনুযায়ী গাড়ি। এবার ভারতের বাজারে লঞ্চ হল HOP OXO বৈদ্যুতিক বাইক। হায়দ্রাবাদের হাইটেক এক্সিবিশন সেন্টারে এই বাইকটির উন্মোচন করা হল। গাড়িটিতে রয়েছে ফিচার্সে ঠাসা যা গ্রাহককে খুশি করবে। বর্তমানে বাজারে পেট্রোল চালিত বাইকের রমরমা রয়েছে। তবে পেট্রোল কিনতে গিয়ে নাজেহালের অবস্থা অনেকের।
আর তাই ধীরে ধীরে অনেকেই ঝুঁকছেন বৈদ্যুতিক বাইকের প্রতি। তেমনি নতুন লঞ্চ হওয়া HOP OXO বাইকটি একটি বৈদ্যুতিক বাইক। এটি কমিউটার মোটরসাইকেলের মতন ডিজাইন দেওয়া হয়েছে। এটির বেস ভ্যারিয়েন্টের দাম ১.৬০ লক্ষ টাকা ও সর্বোচ্চ দাম ১.৮০ লক্ষ টাকা। সম্পূর্ণ চার্জে বাইকটি ১৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এটির সর্বোচ্চ গতি ৯০ থেকে ৯৫ কিমি/ঘন্টা।
বাইকে দেওয়া হয়েছে BLDC হাব মোটর ও ৩.৭৫ kwh এর লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক। এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৪ ঘন্টার কিছু বেশি। চার্জ দেওয়ার জন্য পাওয়া যাবে ৮৫০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট। ব্যাটারটি ১৮৫ থেকে ২০০ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এছাড়া গাড়িটির আরও কিছু ফিচার্স মিলবে।
ফ্ল্যাশ হেডলাইট, দুই চাকায় নিরাপত্তার জন্য ডিস্ক ব্রেক, সিঙ্গেল সিট, টেলিস্কোপিক ফর্ক ফ্রন্ট সাসপেনশন, রিয়ার সাসপেনশন, রিজেনারেটিভ ব্রেকিং সহ ইত্যাদি। এর পাশাপাশি গ্রাহক পাবেন ব্লুটুথ কানেকটিভিটি, জিপিএস। গাড়িটি পাঁচটি রঙে উপলব্ধ রয়েছে। সেগুলি হল ম্যাগনেটিক ব্লু, টোয়ালাইট গ্রে, ট্রু ব্ল্যাক, ইলেকট্রিক ইয়েলো, ক্যান্ডি রেড। এই পাঁচটি রঙের মধ্যে তপনি আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।