বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দুর্দান্ত গতির ইলেকট্রিক স্কুটার আন্তর্জাতিক বাজারে এলো। এর গতি যেনো ১৫০ সিসির মোটরসাইকেলকেও হার মানায়। স্কুটারটি এনেছে ভারতের খ্যাতনামা ইলেকট্রিক স্কুটার ও বাইক নির্মাতা প্রতিষ্ঠান আল্ট্রাভায়োলেট। নতুন বৈদ্যুতিক বাহনের মডেল টেসার্যাক্ট।
অত্যাধুনিক প্রযু্ক্তি এবং ডিজাইনের সংমিশ্রণে ব্যাটারিচালিত এই স্কুটার তৈরি করা হয়েছে।
দুর্দান্ত গতি, লম্বা রেঞ্জ, আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত সুরক্ষা ফিচার দিয়ে ভরা এই পরিবেশ বান্ধব মোটরযান। ফলে এটি তরুণ ও প্রযুক্তিপ্রেমীদের জন্য আদর্শ পছন্দ হয়ে উঠছে।
স্কুটারটি আক্রমণাত্মক ও অ্যারোডাইনামিক ডিজাইনে তৈরি, যা শহুরে ও হাইওয়ে উভয় পরিবেশেই সমানভাবে মানিয়ে নিতে পারে। এর বডিতে আধুনিক এলইডি লাইটিং, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং উন্নত ইউজার ইন্টারফেস যুক্ত করা হয়েছে, যা স্মার্টফোন কানেক্টিভিটিও সাপোর্ট করে।
সবচেয়ে শক্তিশালী ভ্যারিয়েন্টে একবার ফুল চার্জে স্কুটারটি ১৬৫ কিমি পর্যন্ত চলতে পারে।
স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২৫ কিলোমিটার। যা একে পারফরম্যান্স ভিত্তিক স্কুটার ক্যাটাগরিতে নিয়ে যায়। এটি শুধুমাত্র শহরে নয়, মাঝারি দূরত্বের হাইওয়ে যাত্রার জন্যও উপযোগী।
এতে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক, যা উচ্চ গতিতেও নিরাপদ ব্রেকিং নিশ্চিত করে। এর সঙ্গে রয়েছে আধুনিক কম্বি ব্রেকিং সিস্টেম বা সিবিএস। এতে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম রয়েছে। অর্থাৎ ব্রেক কষলে ব্যাটারি চার্জ হবে।
ভারতে এই স্কুটারের প্রারম্ভিক মূল্য ১ লাখ ২০ হাজার রুপি থেকে শুরু। যদিও এটা অফার প্রাইজ। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক কিছু ক্রেতা এই দামে স্কুটারটি কিনতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।