এক চার্জে ২০১ কিলোমিটার চলবে এই ইলেকট্রিক স্কুটার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন ইলেকট্রিক স্কুটার আনল পিউর ইভি। যেখানে ফুল চার্জ করলে অনায়াসে ঘুরে আসা যাবে ২০১ কিলোমিটার পথ। দামে রয়েছে চমক।

ভারতের হায়দরাবাদ ভিত্তিক টু হুইলার কোম্পানি পিওর ইভি এনেছে ইপ্লুটো ৭ জি ম্যাক্স মডেলের স্কুটার। স্মার্ট ইন্টেলিজেন্স ফিচার্স রয়েছে এই স্কুটারে।

পিওর ইভি এর আগেও একাধিক ব্যাটারি চালিত মোটরসাইকেল ও স্কুটার এনেছে বাজারে। এটি তাদের লেটেস্ট টু হুইলার।

পিউর ইভির এই ইলেকট্রিক স্কুটারের দাম ভারতে ১ লাখ ১৪ হাজার ৯৯৯ রুপি। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এটির বুকিং করতে পারেন অথবা ডিলারশিপেও যোগাযোগ করতে পারেন।

এআইএস-১৫৬ সার্টিফায়েড ৩.৫ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে স্কুটারে। এতে যে ইলেকট্রিক মোটর রয়েছে তা সর্বোচ্চ ৩.২১ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে।

কোম্পানি জানিয়েছে, তাদের এই মডেলে ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত ব্যাটারি ওয়ারেন্টি পাওয়া যাবে। যা ৭০ হাজার কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ডেডও করা যাবে।

পিওর ইভির ইলেকট্রিক স্কুটারের ফিচার্স

বেশ কিছু অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। যেমন – হিল স্টার্ট অ্যাসিস্ট, রিভার্স মোড অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট, স্মার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্টফোন কানেকশন, এলইডি লাইটিং, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, অটো পুশ ফাংশান ইত্যাদি।

নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য, এই স্কুটারে এআই প্রযুক্তি রয়েছে, যা ব্যাটারি স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করবে। স্কুটারে রয়েছে তিনটি রাইডিং মোড। এই ইলেকট্রিক স্কুটার পাওয়া যাবে চারটি রংয়ে -ম্যাট ব্ল্যাক, রেড, গ্রে এবং হোয়াইট।

নতুন ইলেকট্রিক স্কুটার প্রসঙ্গে কোম্পানির সিইও রোহিত ভাদেরা জানান, তাদের বেস্ট সেলিং ইলেকট্রিক স্কুটারের আপডেট এডিশন সেই সব গ্রাহকদের জন্য আনা হয়েছে যারা প্রতিদিন ১০০ কিলোমিটার ড্রাইভ করেন এবং যারা ঘন ঘন চার্জ করার মতো সমস্যার মধ্যে দিয়ে যেতে চান না।