বিনোদন ডেস্ক : সৌন্দর্যের সংজ্ঞা ঠিক কী তা নিয়ে মতান্তরের শেষ নেই। বিশেষ করে দেহের গঠনকে ভালবাসার মাপকাঠি করতে রাজি নন অনেকেই। অ্যানালিভিয়া হাইন্ডস নামক আইরিশ এক মডেল জানিয়েছেন, তিনি পছন্দ করেন তাঁর চেয়ে কম উচ্চতার তরুণদের। এমনকি, তাঁর বর্তমান প্রেমিকও উচ্চতায় তাঁর থেকে কম।
কিন্তু কেন কম উচ্চতার পুরুষই পছন্দ তাঁর? নিজেই একটি ভিডিয়ো করে অ্যানালিভিয়া খোলসা করেছেন কারণ। ২৪ বছর বয়সি অ্যানালিভিয়া জানিয়েছেন, তাঁর প্রেমিকরা কম উচ্চতার হলে সেই প্রেমিকদের জিনসের প্যান্ট তিনি নিজেও পরতে পারেন।
অ্যানালিভিয়ার কথায়, অনেক নারীই ৬ ফুট লম্বা সুঠাম স্বাস্থ্যের পুরুষ পছন্দ করে, কিন্তু তাঁর কম উচ্চতার পুরুষই বেশি পছন্দ। তাঁর বর্তমান প্রেমিক ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা বলেও জানান তিনি। তাঁর প্রেমিকের যখনই কোনও প্যান্ট পছন্দ হয় না, তখন সেই প্যান্টগুলি তিনি নিয়ে নেন বলেই নেটমাধ্যমে জানিয়েছেন অ্যানালিভিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।