ভারতে বসে দেশটির প্ররোচণায় ও পৃষ্ঠপোষকতায় দেশের বিরুদ্ধে ও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ১৭ থেকে ১৮ বছর ধরে যে শাসন-শোষণ ও গুম-খুন করেছে তাদের ইতিহাস দেশের মানুষ ১৭০০ বছরেও ভুলতে পারবে না।
পিআর পদ্ধতির বিষয়ে তিনি বলেন, নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না, এরমধ্যে নিয়ে আসছেন পিআর পদ্ধতি। এ পদ্ধতি দিয়ে দেশে অচলাবস্থা তৈরি করতে চান, জনগণ এটা মেনে নেবে না।
বিএনপির এই নেতা বলেন, কিছু দল আছে যারা চায় না নির্বাচন হোক। কারণ তাদের মধ্যে একটা ধারনা জন্মেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। বছরের পর বছর আন্দোলন করে জনগণ এসব কথা শুনতে ভালোবাসে না। তারা চায় নির্বাচিত সরকার।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, দেশের অবস্থা কিন্তু ১২টা বাজিয়ে দিয়েছে এ সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টা বাজিয়ে গেছে, এ সরকার ২৪টা বাজিয়ে দিয়েছে।
তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে আজকে বিএনপিকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কিছু হলেই দোষ দেওয়া হচ্ছে বিএনপির। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় এখন তো দেখা যাচ্ছে, যে দল ফুটেই নাই, সে দলের লোকজন জড়িত।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, জরুরি ভিত্তিতে তাদের বিচার করা দরকার। বিচার ও নির্বাচন পাশাপাশি চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।