হিরোর এই ইলেকট্রিক বাইকের জ্বালানি খরচ নেই

ইলেকট্রিক বাইক

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতের হিরো মটোকর্প জিরো মোটরসাইকেলের সঙ্গে জুটি বেধে বৈদ্যুতিক বাইক আনছে। এই বাইক যেমন পরিবেশবান্ধব, তেমনি জ্বালানি খরচ নেই।

ইলেকট্রিক বাইক

বৈদ্যুতিক দুই চাকার ক্ষেত্রে এই মুহূর্তে স্কুটারের সংখ্যাই বেশি, যদিও বৈদ্যুতিক যানবাহনের বাজারে প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে অবদান রয়েছে হিরোর। আথার এনার্জি যারা ই-স্কুটার বিক্রি করে ভারতে সেই প্রতিষ্ঠানে ৩৫ শতাংশ মালিকানা রয়েছে হিরোর। পাশাপাশি সম্প্রতি ক্যালিফোর্নিয়া ভিত্তিক বৈদ্যুতিক দুই চাকা নির্মাতা প্রতিষ্ঠান জিরো মোটরসাইকেলে বড় বিনিয়োগ করেছে। বিনিয়োগের পরিমান প্রায় ৪৯১ কোটি রুপি।

জিরোর সঙ্গে একজোট হয়ে হিরো শিগগিরই বৈদ্যুতিক বাইক আনবে। এসব বাইক হবে উচ্চমানের।

heroবৈদ্যুতিক বাইকের বাজারে স্টার্ট-আপ সংস্থাগুলো ছাড়া বড় কোনও নাম নেই। তাই এখন থেকেই নতুন বাইক লঞ্চ করলে ক্রেতাদের ধরে রাখতে পারবে তারা।

কিভাবে সয়াবিন দিয়ে সয়া চিলির রেসিপি করবেন জেনে নিন

কম দামি বাইকের পাশাপাশি দামি বৈদ্যুতিক বাইকের বাজারেও কাঁপাতে চাইছে হিরো মটোকর্প। বর্তমানে সংস্থাটি তাদের ব্র্যান্ড নিউ হারডে ডেভিডসন এক্স৪৪০ মডেল নিয়ে ব্যস্ত। মার্কিন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে জুলাই মাসে এই বাইকটি লঞ্চ করেছে হিরো।