বিনোদন ডেস্ক : পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, এই দুইয়ের সংমিশ্রণে এক অনন্য দিবস পালন করছে দেশবাসী। এই দিনে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে অন্যরকম এক উদ্দীপনা কাজ করে। বিশেষ করে শোবিজের তারকাদের জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ। কারণ, এই দিনটিকে ঘিরে তাদের চিন্তাভাবনা, তাদের পরিকল্পনা, তাদের স্টাইলসহ সবকিছুই তাদের ভক্তরা অনুকরণ করতে চায়, জানতে চায়।
এবারের ভালোবাসা দিবসকে ঘিরে পছন্দের তারকাদের অজানা কথা জানার চেষ্টা। সেই ধারাবাহিকতায় কথা হয় বর্তমান সময়ের নায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতুর সঙ্গে। প্রথম প্রেম, ভালোবাসাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।
ভালোবাসার মানে কী, জানতে চাইলে এই নায়িকা বলেন, ভালোবাসা একটি অনুভূতি। আপনি যাকে ভালোবাসবেন শত রাগারাগির পরও তার মুখ দেখলে আপনার হাসি আসবে, তার কষ্টে আপনার কষ্ট লাগবে, তার সাথে কাটানো প্রতিটি সময়ই আপনার কাছে মধুর মনে হবে। এই ভালোবাসা কিন্তু কখনো বিশেষ মানুষের সাথে হয়, কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায় আপনার পরিবার, আত্মীয়সজন, বন্ধু-বান্ধবদের প্রতি ভালোবাসাটাই টিকে থাকে জন্ম-জন্মান্তর।
ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, তবে কোনো একটি বিশেষ দিন যদি থাকে যে দিনটাকে আপনি আপনার মতন করে আয়োজন করে ভালোবাসার মানুষদের জানান দিতে পারেন তাতে দোষের কী? এসব বিশেষ দিন মানসিকভাবে কিন্তু ভীষণ প্রভাব ফেলে। চারিদিকে একটি উৎসব উৎসব আমেজ থাকে।
ক্লাস ওয়ানে পড়ার সময় প্রথম প্রেমের প্রস্তাব পান এই নায়িকা। মিতু বলেন, ক্লাস টিচারের ছেলে আমাকে চিঠি দিয়েছিল এবং আমি সেই চিঠি ম্যাডামকেই দিয়েছিলাম নিজে পড়তে পারছিলাম না বলে। কী মারটাই না খেয়েছিল সেদিন। বুঝতেই পারিনি আমি আসলে। এখন মনে পড়লে বলি আহারে বেচারা!
iQOO Z9-এর লঞ্চ নিশ্চিত হয়ে গেল, থাকবে 6,000mah ব্যাটারি ও OLED ডিসপ্লে
প্রাক্তন প্রেমিকদের নিয়ে এই নায়িকা বলেন, লিস্টতো খুব লম্বা না। হা হা হা। তবে সে যেখানেই থাকুক ভালো থাকুক। ভালোবাসারতো শুরু হয়, শেষ হয় না। তাই তাকে এখনো ভালোবাসি। সূত্র : আরটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।