বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : হোন্ডার জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল এসপি ১২৫। এটি একটি বাজেটফ্রেন্ডলি মোটরসাইকেল। মাইলেজেও সেরা। এর রক্ষণাবেক্ষণও খরচ কম।
মধ্যবিত্তের জন্য প্রতি বছরই কিছু না কিছু নতুন বাইক আনে হোন্ডা। ২০২৩ সালে বেশ কয়েকটি নতুন মডেল লঞ্চ করেছে জাপানি সংস্থাটি। তার মধ্যে একটি হোন্ডা এসপি ১২৫ স্পোর্টস এডিশন। জমকালো লুকের সঙ্গে দমদার মাইলেজ বাইকের অন্যতম আকর্ষণ। কিন্তু, মাস গেলে তেল খরচ কত হবে তা হিসাব না করলে ভবিষ্যতে ভুগতে পারেন।
যে হারে পেট্রলের দাম বাড়ছে তাতে বাইকের খরচ তুলতে হিমশিম খাচ্ছেন অনেকেই। আর এক্ষেত্রে কেউ যদি পছন্দের হোন্ডা এসপি কেনার কথা ভাবেন তাহলে খরচটা আগে ভাগে হিসাব করে নেওয়াই ভালো। তবে তা জানার আগে আসুন বাইকের মাইলেজ জেনে নেওয়া যাক।
সব বাইকের মতো এই বাইকেরও নির্দিষ্ট কোনও মাইলেজ নেই। চালকের চালানোর ধরণ, রাস্তা এবং পরিস্থিতি অনুযায়ী মাইলেজ কমবেশি হতে পারে। তবে গড়ে ৬০-৬৫ কিমি মাইলেজ দিয়ে থাকে এই মোটরসাইকেল।
এটাই নিশ্চিত পরিসংখ্যান নয়। শুধুমাত্র একটা গড় হিসাব। মোটরসাইকেল যদি কেনার পরিকল্পনা থাকে তাহলে প্রতি মাসে এই পরিমাণ তেল খরচ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
এই মোটরসাইকেলে রয়েছে ১২৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১০.৮৭ পিএস শক্তি এবং ১০.৯৮ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৫ স্পিড গিয়ার। বাইকের সামনে মিলবে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে ১১.২ লিটার।
কমিউটার মোটরসাইকেল হিসাবে বেশ জনপ্রিয় এসপি ১২৫। এতে ফিচার্স রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ইকো ইন্ডিকেটর, এলইডি হেডলাইট ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।